Loading..

ম্যাগাজিন

০৩ এপ্রিল, ২০২০ ০২:৫৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ : কিছু ভ্রান্ত ধারণা

করোনা প্রতিরোধে কিছু ভ্রান্ত ধারণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে। মনে রাখতে হবে, করোনার কার্যকর ওষুধ ও প্রতিষেধক এখনো উদ্ভাবিত হয়নি।

ভ্রান্ত ধারণাসমূহ :

১. রসুন, পেয়াজ বা সেদ্ধ আদা খাওয়া।

২. গরম লবণাক্ত পানি বা ভিনেগার দিয়ে কুলকুচি করা।

৩. পুনর্ব্যবহারের জন্য মাস্ক জলীয় বাষ্পে গরম করা।

৪. ফ্লুরোসেন্ট বাতি জ্বালানো।

৫. জলীয় বাষ্পের ভাপ নেওয়া।

৬. অন্য রঙের তুলনায় সাদা টিস্যু বা রুমাল কম কার্যকর।

৭. ১০ সেকেন্ডের বেশি সময় শ্বাস বন্ধ রেখে করোনার সংক্রমণ বোঝার চেষ্টা করা।

৮. শরীরে সরাসরি ক্লোরিন ব্যবহার করা।

৯. করলা বা থানকুনির রস পান করা।

১০. মদ্যপান বা ধূমপান।

১১. ভেজা কিছু দিয়ে মাস্ক মোছা।

১২. অন্য রঙের তুলনায় লাল রঙের সাবান কম কার্যকর।

সূত্র : ডব্লিউএইচও

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি