Loading..

ভিডিও ক্লাস

০৩ এপ্রিল, ২০২০ ০৫:৩৮ অপরাহ্ণ

মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য

সমগ্র বিশ্ব আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে ।করোনা ভাইরাসে আজ বিশ্ব থমকে আছে ।বাড়ছে লাশের সংখ্যা  । আমি আজ লিখছি -কাল হয়তো নাও থাকতে পারি । কিন্তু জীবনের প্রতিটি ক্ষণ গুরুত্বপুর্ণ ।আমার আপনার সাহায্য ,সহযোগিতা আর সচেতনতায় আরেকজনের বা বহু মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারে ,কমাতে পারে মৃত্যুর মিছিল ।ময়মনসিংহ জেলা প্রশাসন আর আইসিটি শিক্ষক ফোরাম প্রাণঘাতি করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাইকে সহযোগিতার জন্য মাঠে নেমেছে ।সবাই ঘরেই থাকুন ।বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবেননা ।আর যতেতেই যদি হয় মাস্ক পরে এবং নিজেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করে তবেই বাইরে বের ।হাচি-কাশি দেয়ার সময় রুমাল বা টিসু ব্যবহার করুন ।পর্যাপ্ত পানি পান করুন ।গুজবে বিভান্ত হবেননা ।নিজে নিরাপদ থাকুন ,অন্যকে নিরাপদে থাকার পরামর্শ দিন । সবাইকে বিনিতভাবে অনুরোধ করছি দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের পাশে এসে দাড়ান ।সামাজিক দূরত্ব মানে মানসিক দূরত্ব নয় ।