Loading..

প্রকাশনা

০৩ এপ্রিল, ২০২০ ০৬:৫৯ অপরাহ্ণ

'বঙ্গবন্ধু' মহিউদ্দিন,

‘‘বঙ্গবন্ধু”         

                লেখক: মহিউদ্দীন

    ওগো বাংলার বন্ধু শেখ মজিব,
     ডাকিগো তোমারে আজ।
     মুখ খুলে হাস কথা কও বন্ধু
,
     আবার এসো আমাদের মাঝ।
     পরাধীন থেকে স্বাধীন করেছ
,
     জাগিয়েছ বাংলার জনগন।
     টাকার মহে
,ক্ষমতার লোভে
     আপোষ করনি পাক নেতাদের সাথে।
     একুই চিন্তা
,একুই ভাবনা,
     কিভাবে গড়ব
  সোনার বাংলা।
     ৭ই মার্চ রেসকোর্স ময়দানে
,
      লক্ষ জনতার মাঝে।
     ভাষণ দিলে সংগ্রাম চালাতে
,
     লাঠি বৈঠা ঝাটা হাতে।
      ২৫ শে মার্চ কাল রাত্রে হত্যা হলো
,
     শত শত বুদ্ধিজীবী

     ছাত্র জনতার বুকের উপর
     চালালো অকারণ গুলি।
     তোমারে করলো বন্দি
,
     বরবর সেনাপতি।
     কত কষ্ট করে বরফের পান্ডলিতে
     ছিলে তুমি নয় মাস ধরে।
     তবুও হাল ছাড়নি
,শুধুই গেয়েছো,
     ঘরে ঘরে দূর্গো গড়ো
      জাগো জনতা
, জয় বাংলা
     আমরা করব স্বাধীন।
     তোমার কথায় জেগে উঠল
     সাড়ে সাত কোটি বাঙ্গালি।
     তোমার ডাকে রক্ত দিল
     কৃষক শ্রমিক তাঁতী।
     কত দুখিনী স্বামী হারা
,
     কত মায়ের কোল খালি।
     পাষান্ডের হাতে ইজ্জত দিল
     বিরঙ্গনা যত নারী।
     তবু তারা বোল ছাড়েনি
,
     জয় বাংলা
, জয় বঙ্গবন্ধু,
     মুক্ত করে তোমায়
,
     আমরা করব স্বাধীন।
     বাধ্য হলো ছেড়ে দিল তারা
,
     এই বাংলার মাটি।

    তুমি যেদিন এলে মুক্ত হয়ে,
     সাড়ে সাত কোটি বাঙ্গালির মাঝে
,
     মানুষের ঢল নামল সেদিন
     রাজধানীর অলি গলি।
     হাত তুলে তুমি স্বাগত জানালে
,
     কান্নাই ভাষালে বুক
,
    কি আনন্দ পেয়েছিল সেদিন
,
    এই বাংলার লাখো লাখো মানুষ।
    সেদিন কার কথা মনে হলে
     বুকটা আমার ফাটে।
    তুমি যে মোদের কত আপনার
,
    দরদী মহান জাতির পিতা।
     কিন্ত তোমায় রাখতে পারিনি
,
    পাক দালালদের হাত থেকে।
    ১৫ ই আগষ্ট শহীদ হয়েছে
     তোমার সহ পরিবারে।
     খোদার কাছে প্রার্থণা মোর
     রক্ষা কর দয়াময়।
     বেহেস্ত নসিব হয় যেন
     মজিবর সহ
, তার স্বজনের প্রতি।
   
                সমাপ্তি

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি