Loading..

ভিডিও ক্লাস

০৪ এপ্রিল, ২০২০ ১২:৪৪ পূর্বাহ্ণ

ফটোশপে ফেদার ও স্ট্রোক -এর ব্যবহার

ভিডিওটির মাধ্যমে ফেদার সঠিক প্রয়োগ করে এডোবি ফটোশপে  তৈরিকৃত অবজেক্টের প্রান্ত কিভাবে নমনীয় করা তার সহজ কৌশল দেখানো হয়েছে। নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৫ম অধ্যায়ে এই পাঠটি থাকার কারনে এই ভিডিওটি খুবই গুরুত্বপূণ। বিভিন্ন সময় অবজেক্টের প্রান্ত নমনীয় করতে হয়। এই বিষটি জানা থাকলে আমরা সহজেই এর প্রয়োগ করে আমরা সুবিধা গ্রহণ করতে পারি।

স্ট্রোকের ব্যবহারের মাধ্যমে বুঝা যায় ফটোশপের টুলগুলো বিশেষকরে ব্রাশ টুলে স্ট্রোক -এর ব্যবহার ব্যাপকে। আসলে এই বিষয়গুলো বই পড়ার মাধ্যমে সামান্যই শিখা যায় । যত বেশি প্র্যাকটিস করা যায় এবং বিভিন্ন টিউটরিয়াল দেখে কাজ করে শেখা যায়। আমি আশা করি যারা ফটোশপের ক্লাস নেন কিংবা এটা সম্পকে আগ্রহ আছে তারা উপকৃত হবেন।