Loading..

ভিডিও ক্লাস

০৪ এপ্রিল, ২০২০ ১২:৫৯ পূর্বাহ্ণ

ফটোশপে ক্রপ টুলের ব্যবহার

আমরা দৈনন্দিন জীবনে যে Smart Phone টি ব্যবহার করি তার দ্বারা মাঝে মাঝে আমরা যে ছবি তুলি তার সুন্দর অংশটুকু আলাদা করে রেখে দেই। কিন্তু আমরা যদি আরেকটু Smartly এগুলো এডোবি ফটোশপের মাধ্যমে সুন্দর করে আমাদের মাল্টিমিডিয়া কন্টেন্টে ব্যবহার করি তাহলে বিষয়টা অনেক আনন্দের হয়। আমি আমার কিছু ছবি ব্যবহার করি। এতে আমার আনন্দ এবং আগ্রহ উভয়েই বেড়ে যায়।

ক্রপ টুল ব্যবহার করে আমরা যে কোন ছবিকে সুন্দর রূপ দিতে পারি।

আমাদের ইচ্ছেমতো ব্যবহার উপযোগী ‍ছবি পেতে পারি।

ছবিতে কোন সমস্যা থাকলে ছবির অন্য জায়গা থেকে সমস্যাযুক্ত জায়গাটির রিকাভারি করতে পারি।

অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ব্যবহার উপযোগী করতে পারি।

আমরা আমাদের Passport সাইজের ছবি নিজেরাই তৈরি করতে পারি।

এছাড়া আরো সুবিধা লাভের মাধ্যমের আইসিটির ব্যবহার সুনিশ্চিত করতে ভূমিকা রাখতে পারি।