Loading..

খবর-দার

০৪ এপ্রিল, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

করোনা ভাইরাস সতর্কতা(হোম কোয়ারান্টাইন) প্রতীকী ছবি

হোম কোয়ারেন্টাইন :: সুবিধা ও অসুবিধা

বন্ধুগণ, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হোমকোয়ারেন্টাইন
খুবই গুরুত্বপূর্ণ একথা সবাই বলছেন। কিন্তু, জানেন কি এই হোম কোয়ারেন্টাইন কখনো কখনো বিপদ বাড়িয়ে দিতে পারে!
কারণ, হোম কোয়ারেন্টাইন বা ঘরে আবদ্ধ থাকাকালীন সবাই পরিবারের অন্য সদস্যদের সাথে মিশে, কথা বলে , খাবার, পানীয়, গোসলখানা, টয়লেট, সাবান, টাওয়েল ইত্যাদি শেয়ার করে থাকে। একই বাসায়/ বাড়িতে থেকে একেবারে আলাদা থাকা যায়ই না। আমি নিজে চেষ্টা করে দেখেছি। তাছাড়া অনেকের বাসা/ বাড়িতে পৃথক থাকার মত ব্যবস্থাই নেই.......

এবার চলুন জেনে নিই কে, কখন , কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন:

1@ করোনা সংক্রমণ থেকে বাঁচতে সুস্থব্যক্তিকে অবশ্যই ঘরে থাকতে হবে। বাইরে ঘোরাফেরা করলে কোন না কোন ভাবে আপনি এই ভাইরাসের সংস্পর্শে আসতে পারেন এবং বিপদগ্রস্ত হতে পারেন। তাই যারা সুস্থ আছেন আপনারা ঘরে থাকুন। এটাই নিরাপদ......

2@ যারা বিদেশ ফেরত তাদেরকে 14দিন কোয়ারেন্টাইনে রাখা ।
কারণ, আগত ব্যক্তি করোনা আক্রান্ত হলে 14 দিনের মধ্যে উপসর্গ দেখা যাবে। এমন কয়েকজন আমরা পেয়েছি। এসব বিদেশ ফেরত ব্যক্তিকে যদি হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং 14 দিন পরে জানা যায় তিনি করোনাক্রান্ত ছিলেন তাহলে বুঝতে হবে তার পরিবারে সবায় কোন না কোন ভাবে করোনাক্রান্ত।! কাজেই, বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা আত্মঘাতী ........এর ফল আমরা ইতোমধ্যে দেখতে শুরু করেছি!!

3@ যারা জ্বর সর্দি কাশি হাঁচি ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে
যাচ্ছে অথবা ঘরে বসে আছে অথবা আইইডিসিআর এ ফোন করে হেল্প চাচ্ছে তাদেরকে হোম কোয়ারেন্টানে রাখা আত্মঘাতী !! কারণ, এদের মধ্যে কেউ না কেউ আক্রান্ত যা এখন পরীক্ষা করে জানা যাচ্ছে এবং আগেও বাড়িতে মৃত্যুবরণ করা ব্যক্তিদের পরীক্ষার পর জানা গেছে। কাজেই, সন্দেহভাজন ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন বিপদজনক।।।

আমাদের সামর্থ্য কম হতে পারে, তাই বলে বিদেশ ফেরত/ সন্দেহভাজন ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে দিতে পারিনা!
এমনটি করা হলে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হবে...!!
এখনো টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় হাজার হাজার লোক হোম মোয়ারেন্টাইনে আছে। এর মানে বুঝিনা!!
প্রকৃতপক্ষে এখন সমগ্র দেশের মানুষ হোম কোয়ারেন্টাইনে আছে এবং তা নিশ্চিৎ করার জন্য মাঠপ্রশাসন কাজ করে যাচ্ছে।
তাহলে টেলিভিশন স্ক্রলে যাদের কোয়ারেন্টাইনের কথা বলা হচ্ছে তারা কারা? সন্দেহভাজন ব্যক্তিরা!!! তাই যদি হয় কপালে দুখ আছে....!!

সুতরাং, এক মুহূর্ত বিলম্ব না করে 2 এবং 3 নং অনুচ্ছেদে
বর্ণিত সন্দেহভাজন ব্যক্তিদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিতে হবে এবং শনাক্তকরণ কার্যক্রম আরো বাড়াতে হবে ।
যেখানে যেখানে পরীক্ষা করার ব্যবস্থা আছে সেখানে পৃথক ভবন নিয়ে তাদেরকে সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থা করতে হবে।
তা নাহলে এমেরিকা ইতালির মতো আমাদেরকেও চরম মূল্য দিতে হতে পারে!!

কাজেই, সরকারের কাছে অনুরোধ সন্দেহভাজন ব্যক্তি ও রোগীর জন্য দ্রুত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিন।
আক্রান্ত/ সন্দেহভাজন রোগী/ ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন এক্ষণই বন্ধ হওয়া আবশ্যক......আল্লাহ আমাদের রক্ষা করুন!