Loading..

উদ্ভাবনের গল্প

০৫ এপ্রিল, ২০২০ ০১:০৪ অপরাহ্ণ

ব্রিটিশ কাউন্সিলের স্কুল এম্বাস্যাডর হিসাবে এইটা চট্রগ্রামে লোকাল ওয়াকশপ (I S A ) এর উপর।

 এই ওয়াক্শপ টা করেছিলাম  British Council এর ISA program নিয়ে, চট্রগ্রাম জেলা অফিসের সম্মেলন কক্ষে ২০১৬ সালে। এর মূল লক্ষ্য হলো দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্কুলগুলো সাথে অনলাইনে বসে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা এবং প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থিরা স্কাইপে সেশনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের স্কুলগুলোর সাথে নিজ দেশে বসে বিভিন্ন বিষয় তথা আমাদের শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ ইত্যাদি নিয়ে আলোচনা এবং সেগুলোর বাস্তবায়ন করা। সেই জন্য এই মহাসংকটে শিক্ষক শিক্ষার্থীরা যেহেতু এখন ঘর বন্দি তাই আমারাই পারি শিক্ষক বাতায়নে্র মাধ্যমেই  আমারা সকলে সক্রিয় থেকে আমারা আমাদের নিজের জায়গা থেকে একে অপরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যেতে পারি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষককে আগে বেশী করে শেখন ও শেখানো পদ্ধতি রপ্ত করতে হবে এবং সেটার বিস্তারের জন্য একে অপরের সহযোগি হয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমরা সবাই সব কিছু জানিনা প্রত্যেকের কোন না কোনো বিষয়ে সীমাবদ্ধতা আছে সেটা আমরা আমাদের সহযোগি শিক্ষক তথা যারা জানেন তাদের সাথে শেয়ার করে সমাধান করে নিতে পারি। আমরা যেহেতু এখন ঘরে আছি তাই অন্য শিক্ষকদের অনলাইনের মাধ্যমেই সহযোগিতা করতে পারি, আমরা সকলেই যেন তাই করে শিক্ষক বাতায়নকে সমৃদ্ধ করতে পারি এটাই প্রত্যাশা................................................................. .................................................................................................................