Loading..

উদ্ভাবনের গল্প

০৫ এপ্রিল, ২০২০ ০১:৩৫ অপরাহ্ণ

শারীরিক বিকাশে ঝুকিপূর্ণ অবস্থায়(স্তন ক্যান্সার) পরিহার ও করনীয় দিক নির্দেশনা সচেতনতা বৃদ্ধি ও শিখন শেখানো কার্যক্রম-প্রাতশাখা-বালিকা

Think...pink, Think.....pink, Think.....pink

স্তন ক্যান্সার এক নীরব ঘাতক।সুস্থ থাকুন ,সচেতন থাকুন,নিজে ও নিজ পরিবারকে সুরক্ষা করুন

কিশোরীদের শারীরিক বিকাশে ঝুকিপূর্ণ অবস্থায়(স্তন ক্যান্সার) পরিহার ও  করনীয় দিক নির্দেশনা  সচেতনতা বৃদ্ধি ও শিখন শেখানো কার্যক্রম(প্রাতশাখা-বালিকা )। শিক্ষার্থীরা যাতে নিজে ও নিজে পরিবারের সদস্যদের সচেতন করতে পারে।নিয়মিত কিছু ব্যায়াম করে ও করনীয় দিক নির্দেশনা  সচেতনতা বৃদ্ধি তে সচেষ্ট হয়।আজকের এ নতুন প্রজন্ম যাতে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং এস ডি জি অর্জনে ভূমিকা রাখতে পারে সেজন্য সচেতন করা হয়।

ধন্যবাদান্তে............।।

সিত্তুন নাবিলা সিদ্দিকা

সহকারী শিক্ষক

কদম মোবারক এম ওয়াই (বালক-বালিকা) উচ্চ বিদ্যালয়