Loading..

উদ্ভাবনের গল্প

০৬ এপ্রিল, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ

সচেতনতার দেয়াল

দিনে দিনে আমাদের এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল  হতে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। হয়তো সেদিন আর বেশি দুরে নয় আমরা উন্নত দেশের কাতারে দাড়াবো, ইনশাআল্লাহ। পক্ষান্তরে আমাদের তরুন ও যুবসমাজের মূল্যবোধ অবক্ষয়ের যে চিত্র তা সবকিছুকে ম্লান করে দিচ্ছে্ । একদিকে যেমন অর্থনৈতিক ‍উন্নয়ন ঘটাতে হবে তেমনি আমাদের সন্তানদের মনুষ্যত্ব বিকাশে কাজ করতে হবে। অন্যথায় আমাদের এ অর্থনৈতিক উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। সমাজ ও রাষ্ট্রের সর্বনিম্ন হতে সর্বোচ্চ পর্যায়ে এ নিয়ে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহ-পাঠ্যক্রমিক বিষয় হিসেবে মূল্যবোধ সৃষ্টির বিষয়ে আরো বেশি সজাগ হতে হবে ।

আমি একজন শিক্ষক , সমাজ ও রাষ্ট্রের নাগরিক হিসেবে আমারও দায়বদ্ধতা আছে। তাই আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে  “সচেতনতার দেয়াল” নামক একটি প্লাটফরম চালু করেছি যেখানে শিক্ষার্থীরা মূল্যবোধ সৃষ্টিকারী কোনো বিষয়ের উপর পোস্টার তৈরি করবে। শিক্ষক কর্তৃক মূল্যায়িত হয়ে সেরা একটি,দুটি কিংবা তিনটি পোস্টার সচেতনতার দেয়ালে প্রদর্শিত হবে সপ্তাহব্যাপী। পরের সপ্তাহে অন্যকোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিযোগিতা করা হবে এবং তা প্রদর্শিত হবে।শিক্ষার্থীরা প্রদত্ত কাজটি সপ্তাহব্যাপি করবে যাতে তাদের পড়ালেখায় কোনো ব্যাঘাত না ঘটে। আশাকরি তারা হাতে কলমে কাজ করার মাধ্যমে এবং চোখের সামনে বার বার প্রদর্শিত হওয়ার কারণে সেটি তার মনে স্থান করে নিবে এবং তার জীবনে পথচলায় পাথেয় হিসেবে কাজ করবে।

ধন্যবাদান্তে

মো: আখের আলী(সুজন)

সহকারী প্রধান শিক্ষক

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।