Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৬ এপ্রিল, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

সেরা কন্টেন্ট নির্মাতাদের অভিনন্দন জানিয়ে একটা মিনি ডুকুমেন্টারি ক্লিপ করেছিলাম.............................................................................................

শিক্ষায় অগ্রযাত্রায় শিক্ষকদের এক সাথে কাজ করে যেতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য একে অপরকে সহযোগিতা করে যেতে হবে সেটা শিক্ষক বাতায়নে হোউক বা মুক্তপাঠের বিভিন্ন কোর্স গুলো সম্পন্ন করনের মাধ্যমে হোউক। শিক্ষক বাতায়ন স্বী্কৃতি হিসাবে আগে সাপ্তাহিক সেরা কন্টেন্ট নির্মাতা প্রকাশ করতো এখন পাক্ষিক সেরা দুইজন করে প্রকাশ করে। আর এই সেরা হওয়ার জন্য শিক্ষকদের কি প্রানান্তর প্রচেষ্টা, যাই হোউক সেরা হওয়ার জন্য কন্টেন্ট তৈরী করুক আর নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কন্টেন্ট তৈরী করুক আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে, আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করতে বসি তখন অবশ্যই আমাকে নিদিষ্ট একটা বিষয় নিয়ে শ্রেণি উপযোগি কন্টেন্ট তৈরি করার সিদ্ধান্ত নিতে হয়, এতে শিক্ষককের শিখন ও শেখানো ক্ষমতা বেড়ে যায়। আমি মনে করি একজন তখন এক একজন দক্ষ শিক্ষার্থী তৈরীর স্বপ্ন দেখে। এই স্বপ্ন যদি বাস্তবায়ন সম্ভব হয় আমরাই পারবো দক্ষ জনগোষ্ঠি তৈরী করতে। সকল সেরা শিক্ষকদের অভিনন্দন আগামীর জন্য সকলকে শুভ কামনা। আমরা সেরা হয়ে থেমে থাকবো না আমরা আমাদের নিজের জায়গা থেকে একে অপরকে সহযোগীতা করে এগিয়ে নিয়ে যাবো এবং শিক্ষক বাতায়ন কে সমৃদ্ধ করে যাব এবং প্রত্যেকের স্কুলের ডিজিটাল ক্লাস রুম সচল রাখবো এই প্রত্যাশা সকলের কাছে...............................................................................................................................................................................................................................................................................................

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি