Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ এপ্রিল, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ

ভাইরাস

১। করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকি। একে অন্যের কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে থাকি।

২।   হাঁচি-কাশি দেওয়ার আগে টিস্যু, রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকি এবং পরে সাবান দিয়ে হাত ধুই।

৩।   কিছুক্ষন পরপর অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে দুই হাত সাবান দিয়ে পরিস্কার করি।

৪।   ব্যবহারের পর টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলি। ফেলার পর আবার হাত ধুয়ে নেই।

৫।   সামাজিক দূরত্ব বজায় রাখি। জনবহুল স্থান, সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠান পরিহার করি।

৬।   চোখ, নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকি।

৭।   নিজের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকলে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি