Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৮ এপ্রিল, ২০২০ ০৬:৩০ অপরাহ্ণ

মুক্ত পাঠে শিক্ষক গনের বিভিন্ন প্রশিক্ষন

শুরুতেই অভিনন্দন মুক্ত পাঠ কে| শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য না হলে আমি কখনই জানতাম না যে মুক্ত পাঠ(আকাশ আমার পাঠশালা) নামে শিক্ষক গনের এক বিশাল প্রশিক্ষন কেন্দ্র রয়েছে|মুক্ত পাঠে আমি প্রায় সকল কোর্সেই অংশ গ্রহন করে থাকি|প্রায় ৪০ টি কোর্সে অংশ গ্রহন করে ২০ টির ও অধিক সার্টিফিকেট অর্জন করেছি তার মধ্যে উল্লেখ যোগ্য হল বেসিক টিচার্স ট্রেনিং,হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল নিরাপত্তা, ট্রাবোল স্যুটিং সহ বিভিন্ন স্কিল ডেভলপমেন্ট কোর্স| দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক সে মুহুর্তে মুক্ত পাঠ করোনা সচেতনতা মুলক ও করোনা প্রতিরোধের উপায় সংক্রান্ত বেশ কয়েক টি প্রশিক্ষনের আয়োজন করে|তা হতে আমি ২ টি কোর্সে সার্টিফিকেট অর্জন করেছি| সন্মানিত বাতায়নের স্যার ম্যাডামদের উক্ত কোর্স গুলো করার জন্য আমি আহবান জানাচ্ছি|শিক্ষার কোন বয়স নাই চল সবাই শিখতে চাই|এখন তো আমরা ঘরে বসেই অলস টাইম পার করছি অবশ্য অনেক টা আতঙ্ক নিয়ে| তার পর ও বলি আসুন সবাই কোর্স গুলো করি এবং নিজেদের জ্ঞান ভান্ডার কে কিছু টা হলে সমৃদ্ধি করি| সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে

0,0আবার ও মুক্ত পাঠ কে ধন্যবাদ জানিয়ে শেষ করআবার ও মুক্ত পাঠ কে ধন্যবাদ জানিয়ে শেষ কর

ছি|

কাজী শাহানুর আলম

সহঃ শিক্ষক

পলিটেকনিক উচ্চ বিদ্যালয়

রংপুর|

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি