Loading..

ভিডিও ক্লাস

১৫ এপ্রিল, ২০২০ ০১:৩৪ অপরাহ্ণ

পয়লা বৈশাখ (১০ম শ্রেণি)

"মুছে যাক গ্লানি ঘুঁচে যাক জরা

   অগ্নি স্নানে সূচি হোক ধরা"

মানবিকতার অগ্নি স্নানে সদ্যজাত প্রস্ফুটিত সফেদ পুষ্পের      

       ন্যায় বিকশিত হোক আমাদের নব উদ্যেম । 

ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । 

নিচে সচেতন হোন, বার বার সাবান দিয়ে হাত ধোন ।


আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির সাহিত্য কনিকার কবীর চৌধুরীর লেখা পয়লা বৈশাখ  প্রবন্ধটি ।

শিক্ষার্থী শিখতে পারবে - 

১. প্রবন্ধকার কবীর চৌধুরী সম্পর্কে জানতে পারবে ।

২. কঠিন শব্দ ও টীকা সম্পর্কে ধারণা লাভ করবে ।

৩. বাংলা নববর্ষের উৎপত্তি ও বিকাশের বিভিন্ন দিক সম্পর্কে

     জ্ঞানলাভ করবে ।

৪. বাঙালির সামাজিক জীবনে পয়লা বৈশাখের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে অন্যকে 

     জানানোর যোগ্যতা অর্জন করবে ।