Loading..

প্রেজেন্টেশন

১৬ এপ্রিল, ২০২০ ১২:৫৩ অপরাহ্ণ

ICT_5th-ইলাস্ট্রেটর_Motiar_ Jessore


এই পাঠ শেষে শিক্ষার্থীরা

১। এডোবি ইলাসট্রেটর কী তা বলতে পারবে;

২। এডোবি ইলাসট্রেট বর্ণনা করতে পারবে;

৩। এডোবি ইলাসট্রেটর ওপেন করতে পারবে;

৪। এডোবি ইলাসট্রেটর স্কিনের গঠন বর্ণনা করতে পারবে

এই কন্টেন্টটি তৈরি করার সময় আমি লক্ষ্য করলাম আমাদের শিক্ষক মহোদয়গণ বিভিন্ন সময় কন্টেন্ট তৈরি করছেন কিন্তু তাদের অনেকেরই সাথে বইয়ের সম্পর্ক কম। বিষয়গত মিল থাকলেও পাঠের সাথে মিল কম। এ কারণে আমার মনে হল বইয়ের সাথে সম্পর্ক রেখে যদি কিছু কন্টেন্ট (তথ্য প্রযুক্তি, ৫ম অধ্যায়, ফটোসপ, ইলাস্ট্রেটর) তৈরি করা যায় তাহলে শিক্ষার্থীদের কিছু উপকার হবে। এই কন্টেন্টটি তৈরি করতে হারুনুর রশিদ, কুমিল্লা স্যারের একটি কন্টেন্টের সহযোগিতা নেওয়া হয়েছে।