Loading..

প্রকাশনা

১৬ এপ্রিল, ২০২০ ০৯:২৭ অপরাহ্ণ

''''প্রতিদান""

''''প্রতিদান""
লেখক---মহিউদ্দীন

মা-বাবার চাইতে প্রিয়
নাইরে ধরাধামে।
তারা শুধু দিয়ে গেছে
চাইনি প্রতিদান।
সম্রাট বাবর জীবন দিয়েছে
হুমায়ন পুত্রের শোকে।
এমন কোন পুত্র হয়নি
দিয়েছে বাবার প্রান।
দুইহাতে উজাড় করে
বলিষ্ঠ করেছে সন্তান।
অসুখ হলে জননী পিতা
নয়নে অশ্রু ঝরে।
আমার জীবন লওগো খোদা
পুত্রের জীবন বাঁচাও।
মাননত করে কতকিছু
পুত্রের কাতর শোকে।

বিয়ের পরে পুত্র তার
বৌএর গোলাম খাটে।
মা-বাবার কথা শুনলে
তেল-বেগুনে জ্বলে।
আয়-রোজগার করে ছেলে
অট্টলিকায় থাকে।
শশুর শাশুড়ি পেলে পুত্র
আব্বু আম্মু ডাকে।
এটা আনে ঔটা আনে
পৌলাও কোরমা কাবাব।
মাছ মাংস দই কিনে
তুলেতুলে খাওয়াই।
মা-বাবা এলে পারে
অভাবের জ্বালায় মরে।

বাবা-মাকে বিদ্ধাশ্রমে
রেখে বড়াই করে।
কেহ কেহ বাবা-মারে
লাথি মারে পেটে।
মায়ের পরনে ছিড়া কাপড়
অর্ধেক শুকায় রোদে।
তুমার বৌএর হাজার শাড়ী
আলমারিতে আছে।
ভাবলে না ভাই তুমিও একদিন
কারো বাবা হবে।
তুমিও কিন্তু একদিন ভাই
বিদ্ধাশ্রমে যাবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি