Loading..

উদ্ভাবনের গল্প

২৪ এপ্রিল, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প: দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ

যুদ্ধ জয়ের গল্প......

আমাদের এই বসুন্ধরা যখন সুন্দর চলছিল ঠিক তখনই এক অদ্ভুত, অজ্ঞেয় ভাইরাসের আবির্ভাব হয় চীনের উহান প্রদেশে। অল্প সময়ের মধ্যেই মহামরী আকার ধারণ করে সেই কোভিড-19 করোনা নামক ভয়াবহ ভাইরাসটি। তারপর একের পর এক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন দেশে। এই ভাইরাসের মৃত্যুছোবল থেকে বাদ যায় নি আমাদের সবার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশও।

অন্যান্য দেশে মতো মহামারী আকারে আমাদের যেন করোনা গ্রাস করতে না পারে সে বিবেচনা মাথায় রেখে বুদ্ধিমান সরকার জারি করলেন বিশেষ সতর্কতা। বন্ধ হলো অফিস-আদালত, বন্ধ হলো গাড়ি-ঘোড়া, বন্ধ হলো কল-কারখানা আর বন্ধ হলো সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভির মাধ্যমে সরকার চালু করলেন ‘আমার ঘরে আমার স্কুল’। শিক্ষামন্ত্রণালয় তথা সরকারের এই মহতী কাজের নেতৃত্ব দেয় একসেস টু ইনফরমেশন (এটুআই)। এটুআই এর এই কর্মযজ্ঞ দেখে অনুপ্রাণিত হলেন শিক্ষকসমাজ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠলো অনলাইন স্কুল। আমরা রাজশাহী অঞ্চল কীভাবে গড়ে তুললাম আমাদের বিভাগীয় অনলাইন স্কুল...