Loading..

খবর-দার

২৪ এপ্রিল, ২০২০ ০৩:৩২ অপরাহ্ণ

ডেঙ্গু

ডেঙ্গু থামান

জীবন বাঁচান

ডেঙ্গু


করোনা না যেতেই এসে গেল ডেঙ্গু,

কেউ যায় মরে কেউ হয় পঙ্গু

আক্রান্ত না হই মোরা তাই বলে যাই,

সতর্ক থাকব আমরা সবাই

বাড়ির আশে-পাশের ড্রেন পরিষ্কার রাখবো,

ডেঙ্গুর আক্রমণ থেকে নিশ্চিন্তে থাকবো

প্যাকেট পলিথিন নির্দিষ্ট জায়গায় ফেলবো,

সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবো

নারিকেলের মালার পানি মাটিতে ফেলবো,

কোনো স্থানে পানি জমতে না দিব

ডেঙ্গুর বংশবিস্তার  হতে না পারে,

সেদিকে লক্ষ্য দিবেন সবাই বারে বারে

পানি জমার জিনিসগুলো বাহিরে না রাখবো,

নিরাপদ স্থানে মোরা রেখে থাকবো

আক্রান্ত হলে হটলাইনে কল দিব,

ডাক্তারের পরামর্শে ব্যবস্থা নিব

দায়িত্ব পালনে মোরা নাহি যেন ডরি,

বিপদে সবাইকে যেন সাহায্য করি

পরিষ্কার রাখবো বাড়ির সব জায়গাই,

সচেতন থাকবো আমরা সবাই

প্রার্থনা করি সবাই ভাল যেন থাকে,

সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ যেন রাখে