Loading..

প্রকাশনা

২৭ এপ্রিল, ২০২০ ১১:৫৭ অপরাহ্ণ

আসবে রঙ্গিন আলো

মেঘ সরিয়ে ভাসে যদি রবি

কাটবে আধাঁর কালো,

ধুয়ে মুছে যাবে সকল গ্লানি

আসবে রঙ্গিন আলো।

অভিমান যত জমা আছে বুকে

ঝেড়ে ফেলে হও মহিয়ান

ক্ষমিলে কি হবে? ভেবে দেখ তবে

বাচিবে অজশ্র মানব প্রান।

বুকে আছে চাপা, নাহি যায় দেখা

দগ্ধ কতটা ক্ষত?

ভুলে যাও সবি, এই টুকু দাবি

হয়ে গেছে যা বিগত।

স্বচ্ছ জলের ধারার মত

উথলে পড়ো এ ধরায়

পাসে এসে বসে যেমন করে

বন্ধু হাতটি বাড়ায়।





 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি