আসবে রঙ্গিন আলো

মেঘ সরিয়ে ভাসে যদি রবি
কাটবে আধাঁর কালো,
ধুয়ে মুছে যাবে সকল গ্লানি
আসবে রঙ্গিন আলো।
অভিমান যত জমা আছে বুকে
ঝেড়ে ফেলে হও মহিয়ান
ক্ষমিলে কি হবে? ভেবে দেখ তবে
বাচিবে অজশ্র মানব প্রান।
বুকে আছে চাপা, নাহি যায় দেখা
দগ্ধ কতটা ক্ষত?
ভুলে যাও সবি, এই টুকু দাবি
হয়ে গেছে যা বিগত।
স্বচ্ছ জলের ধারার মত
উথলে পড়ো এ ধরায়
পাসে এসে বসে যেমন করে
বন্ধু হাতটি বাড়ায়।

মতামত দিন


মেফতাহুন নাহার
শুভেচ্ছা -অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ হাফিজুল ইসলাম
ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা । আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার সুস্থতা কামনা করছি ।

মাকসুদা খাতুন
পূর্ণ রেটিংসহ শুভকামনা রইলো। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত সহ লাইক ও রেটিং প্রত্যাশা করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাতায়নের সাথেই থাকুন।

লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

সন্তোষ কুমার বর্মা
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।

নিমাই চন্দ্র মন্ডল
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।


মো. জাকিরুল ইসলাম
পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন।

গোলাম ফারুক
চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার ছবিতে ক্লিক করে আমার এ সপ্তাহের কন্টেন্ট টি দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বাতায়ন লিঙ্ক https://www.teachers.gov.bd/profile/glm.farukict

মোঃ শহিদুল ইসলাম
ঘরে থাকুন, ভাল থাকুন,পরিবারের সাথে থাকুন । পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা । আমার ছবিতে ক্লিক করে আমার কনটেন্টগুলো দেখে লাইক কমেন্ট এবং রেটিংসহ মুল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।আমার আইডি shahidulgdm@gmail.com

আবদুল্লাহ- আল- মামুন
পূর্ণ রেটিংসহ শুভকামনা ও অভিনন্দন। আমার ২১০তম কন্টেন্ট দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
সাম্প্রতিক মন্তব্য