করোনা ভিতি

ভয় লাগে মনে জানি কোন ক্ষণে
ধরে ফেলে সেই ভাইরাস,
জানার আগেই ভরে যদি হায়
ভেবে পারিনা কন কাজ।
নামটি তাহার করোনা শুনি
আকাশে বাতাসে হাহাকার,
চিকিতসা আজো হয় নি কোন
নেই বুঝি তার প্রতিকার।
মানুষে মানুষে হয় দুরত্ব
আপন কিবা পর
আক্রান্ত যে হয়েছে এ বিষে
নিস্তার নেই তার।
মাস্ক লাগিয়ে ঘুরছে সবাই
সতর্ক প্রতিটি ক্ষণে,
মৃত্যু দুতের কথা বুঝি সবে
ভুলেছো আপন মনে?
প্রতিটি ক্ষণ করছে তাড়া
ভাবতে চাই না কেহ
নিশ্বাস যবে উড়ে যাবে তবে
থাকবে পড়ে দেহ।
করোনার কি এতোই শক্তি?
মহান প্রভুর উপরে,
কাজ হবে না কোন কিছুতে
মহাক্ষন আসিলে পরে।
তবে, সাবধান হতে দোষ নেই
তাই সাবধান হও সকলে
করজোড় তবু প্রভুর তরে
বিপথে না চলি কভু যে।
বিপদে আপদে সদা সর্বদা
প্রভুর স্মরন লও,
গ্লানি ভুলে দুহাত তুলে
সামনে এগিয়ে যাও।

মতামত দিন


মেফতাহুন নাহার
শুভেচ্ছা -অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মোঃ হাফিজুল ইসলাম
ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা । আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার সুস্থতা কামনা করছি ।

উজ্জ্বল কুমার দাম
ঘরে থাকুন সুস্থ থাকুন। লাইক ও রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে মতামত প্রদানের জন্য অনুরোধ রইল।

মিনতী রানী ঘোষ
পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল ।শ্রেনী উপযোগী ও মান সম্মত কন্টেন্ট তৈরি করার জন্য ধন্যবাদ। আমার কন্টেন্ট দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি

মাকসুদা খাতুন
পূর্ণ রেটিংসহ শুভকামনা রইলো। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত সহ লাইক ও রেটিং প্রত্যাশা করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাতায়নের সাথেই থাকুন।

সন্তোষ কুমার বর্মা
পূর্ণ রেটিং সহ ধন্যবাদ আমার কনটেন্ট দেখার অনুরোধ রইলো।

আবদুল্লাহ- আল- মামুন
পূর্ণ রেটিং সহ শুভ কামনা। আমার কন্টেন্ট দেখে মূল্যবান মতামত ও রেটিং দেওয়ার অনুরোধ রইল।

মো: নজরুল ইসলাম
সুন্দর ও শ্রেণি উপযোগী কনটেন্ট আপলোড করার শুভেচ্ছা-অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্ট দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো. জাকিরুল ইসলাম
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

গোলাম ফারুক
চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার ছবিতে ক্লিক করে আমার এ সপ্তাহের কন্টেন্ট টি দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বাতায়ন লিঙ্ক https://www.teachers.gov.bd/profile/glm.farukict

লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কনটেন্ট দেখে লাইক, মতামত ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

সিমতা রানী সূত্রধর
ঘরে থাকুন,সুস্থ থাকুন,বাতায়নের সাথে থাকুন।লাইক কমেন্ট পূর্ণরেটিংসহ আপনার জন্য রইল শুভকামনা ও অভিনন্দন ।আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রধানের অনুরোধ করছি।

মোঃ শহিদুল ইসলাম
ঘরে থাকুন, ভাল থাকুন,পরিবারের সাথে থাকুন । পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা । আমার ছবিতে ক্লিক করে আমার কনটেন্টগুলো দেখে লাইক কমেন্ট এবং রেটিংসহ মুল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।আমার আইডি shahidulgdm@gmail.com
সাম্প্রতিক মন্তব্য