Loading..

প্রকাশনা

২৯ এপ্রিল, ২০২০ ১১:৩৬ অপরাহ্ণ

করোনা ভিতি

ভয় লাগে মনে জানি কোন ক্ষণে

ধরে ফেলে সেই ভাইরাস,

জানার আগেই ভরে যদি হায়

ভেবে পারিনা কন কাজ।

নামটি তাহার করোনা শুনি

আকাশে বাতাসে হাহাকার,

চিকিতসা আজো হয় নি কোন

নেই বুঝি তার প্রতিকার।

মানুষে মানুষে হয় দুরত্ব

আপন কিবা পর

আক্রান্ত যে হয়েছে এ বিষে

নিস্তার নেই তার।

মাস্ক লাগিয়ে ঘুরছে সবাই

সতর্ক প্রতিটি ক্ষণে,

মৃত্যু দুতের কথা বুঝি সবে

ভুলেছো আপন মনে?

প্রতিটি ক্ষণ করছে তাড়া 

ভাবতে চাই না কেহ

নিশ্বাস যবে উড়ে যাবে তবে

থাকবে পড়ে দেহ।

করোনার কি এতোই শক্তি?

মহান প্রভুর উপরে,

কাজ হবে না কোন কিছুতে

মহাক্ষন আসিলে পরে।

তবে, সাবধান হতে দোষ নেই

তাই সাবধান হও সকলে

করজোড় তবু প্রভুর তরে

বিপথে না চলি কভু যে।

বিপদে আপদে সদা সর্বদা

প্রভুর স্মরন লও,

গ্লানি ভুলে দুহাত তুলে

সামনে এগিয়ে যাও। 


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি