Loading..

খবর-দার

৩০ এপ্রিল, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ

এমপিও পেতে ৩০০ টাকার স্ট্যাম্পে সই করতে হবে

এমপিও পেতে ৩০০ টাকার স্ট্যাম্পে সই করতে হবে

এমপিওভুক্তির জন্য নির্বাচিত ১ হাজার ৬৩৩টি স্কুল-কলেজের শিক্ষকদের আবেদন গ্রহণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ২ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১৩ মের মধ্যে শিক্ষকদের এমপিও আবেদন ইমআইএস সেলে পাঠাতে আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  আজ ৩০ এপ্রিল এসব নির্দেশনা দেয়া হয়। একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

একই সাথে নতুন এমপিওভুক্ত ১ হাজার ৬৩৩টি স্কুল ও কলেজের প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতিদের কিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সাথে তাদের জন্য একটি অঙ্গীকারনামা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

জানা গেছে, ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে এ অঙ্গীকারনামা পূরণ করে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির যৌথ স্বাক্ষরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ভুল তথ্য দিলে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান উভয়কেই শাস্তি পেতে হবে।