Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ মে, ২০২০ ০১:৫৮ অপরাহ্ণ

ধানের মাজরা পোকা দমন

মাজরা পোকাঃ

বাংলাদেশে ধানের তিন ধরনের মাজরা পোকার আক্রমন দেখা যায়। যেমনঃ
১। হলুদ মাজরা পোকা ২। কালো মাথা মাজরা পোকা
৩। গোলাপী মাজরা পোকা।

ক্ষতির ধরনঃ

♦ সদ্য ফোটা কীড়াগুলো ২–৪ দিন খোল পাতার ভিতরের অংশ খেয়ে ধানের কান্ডে প্রবেশ করে।
♦ কান্ডের ভিতর খেয়ে মাঝখানের ডিগ কেটে নেয়। ফলে শীষে মরা ডিগের সৃষ্টি হয় যাকে মরা ডিগ বা ডেড হার্ট বলে।
♦ গাছের থোড় আসার পর ডিগ কেটে দিলে শীষ শুকিয়ে মারা যায় যাকে মরা শীষ, সাদা শীষ বা হোয়াইট হেড বলে।
♦ শীষের ধান চিটা হয়, শীষটা সাদা হয়। মরা ডিগ টান দিলে সহজেই উঠে আসে।

দমন ব্যবস্থাপনাঃ

১) ক্ষেতে পার্চিং দিয়ে রোধ করা যায়।
২) হাতজাল দিয়ে পোকার মথ ধরা।
৩) আলোর ফাঁদ ব্যবহার করা।
৪) মেহগনির বীজ পানিতে ভিজিয়ে রেখে যে কষ হয় তা ৬/৭ গুন পানিতে মিশিয়ে স্প্রে করা।

৫) চান্দিনার (বিআর১) মত হলুদ মাজরা পোকা সহনশীল জাতের ধান চাষ করে এর আক্রমণ প্রতিহত করা যায়।
৬) ধানের জমিতে শতকরা ১০-১৫ ভাগ মরা ডিগ অথবা শতকরা ৫ ভাগ মরা শীষ পাওয়া গেলে অনুমোদিত কীটনাশক যেমনঃ ভিরতাকো বা বেল্ট বা এমিথ্রন প্লাস অনুমোদিত মাত্রায় ব্যবহার করা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি