Loading..

উদ্ভাবনের গল্প

০২ মে, ২০২০ ০২:৩৯ অপরাহ্ণ

ঘরে বসে শিখি

করনার এই দুঃসময়ে শিক্ষার্থীদের পড়াশোনা প্রায়ই অচলাবস্থা। শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব পালন করা উচিত। কিন্তু এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক দুরত্ব বজায় রাখা ও শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিশ্চিত করা। তবে এই মহামারি শেষ হয়ে কবে যে স্বাভাবিক পড়াশোনা শুরু হবে তা নিশ্চিত করে বলা যায় না। তাই শিক্ষক হিসাবে আমাদের উচিত যতটুকু সম্ভব বাড়িতে থেকে শিক্ষার্থীদের পড়ার মধ্যে রাখা। শিক্ষক সামনে উপস্থিত  থেকে পাঠের বিষয়বস্তু বুঝিয়ে না বললে শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হয়। এ ছাড়া লাইভ ক্লাস, ভিডিও রেকডিং করে অনলাইনে দিতে গেলে অন্য ব্যক্তির সহায়তা প্রয়োজন। তাছাড়া সবার বাসায় বোর্ড ব্যবহার করার সুযোগ নাই। তাই ইচ্ছা থাকলেও সবাই শিক্ষার্থীদের সহায়তা করতে পারছে না। তবে এই পরিস্থিতিতে আমি সবাইকে “a tube catcher” সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিব। এই সফটওয়্যার ব্যবহার করে আমরা ঘরে বসে শিখন শেখানো কার্যক্রম চালিয়ে যেতে পারি। এর সবচেয়ে বড় সুবিধা এর মাধ্যমে শিখন শেখানো কাজ একাকী সম্পন্ন করা যায়। এতে শিক্ষার্থী শিক্ষকের কন্ঠস্বর ও শুনতে পাবে আবার প্রতিটি বিষয় স্বচক্ষে দেখতে পাবে। আমরা সকলে শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড করে থাকি। তাই সবার কাছেই এটি সংরক্ষিত আছে। না থাকলে শিক্ষক বাতায়ন থেকে পছন্দমত কনটেন্ট ডাউনলোড করে নিতে পারি। এরপর Google বা যে কোন ব্রাউজার থেকে “a tube catcher” সফটওয়্যার টি ডাউনলোড করি। “a tube catcher” সফটওয়্যার টি ইনস্টল করে, ওপেন করে, স্কীন রেকর্ডার অপশনটি চালু করি। এবার আপনার কম্পিউটারে সংরক্ষিত কনটেন্ট চালু করে স্লাইড সো তে যাই।  প্রয়োজনমত সময় নিয়ে স্লাইড গুলো দেখায় ও প্রয়োজনীয় কথা বলি। ক্লাস শেষ হলে কনটেন্টটি থেকে বের হয়ে stop বাটনটি চাপ দিই। তৈরি হয়ে গেল ভিডিও। এবার ভিডিও টি শিক্ষার্থীদের দেখার জন্য আপলোড করি। এই পদ্ধতিতে ঘরে বসে একাকী কারো সাহায্য ছাড়াই মানসম্মত ভিডিও আপলোড করে এই ভয়াবহ পরিস্থিতিতে শিখন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এর ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমবে এবং শিক্ষকরা করনামুক্ত পরিবেশে কারো সাহায্য ছাড়াই নিজেদের পাঠদান কার্যক্রমকে গতিশীল করে তুলতে সক্ষম হবে।