Loading..

নেতৃত্বের গল্প

০৩ মে, ২০২০ ০৭:৫৭ অপরাহ্ণ

“বাগান করো সবে মিলে - শরীর মন সুস্থ রবে”

স্বাস্থ্য সচেতন করণের লক্ষে পুষ্টিকর খাদ্য ও সবুজ বাগান তৈরির পরিকল্পনা নেয়া হয় ।


প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে পরামর্শ করে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি

ক্লাব খুলে দেয়া হয়। প্রতিটি ক্লাবে একজন মেন্টরের দায়িত্বে একজন শিক্ষক এবং

শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রেসিডেন্ট নির্বাচন করে দেয়া হয়। ক্লাব প্রেসিডেন্ট

মেন্টরের পরামর্শ নিয়ে স্বাধীনভাবে বন্ধুদের নিয়ে কাজ করবে।





  •  প্রতিষ্ঠানে অথবা বাসায় যেখানে যেটুকু যায়গা থাকে সেটুকু কাজে

 লাগানোর পরামর্শ দিলে তারা অনেক উপকৃত হবে যেমনঃ


১) শিক্ষার্থীরা সৃষ্টিশীল মানসিকতা অর্জন করবে এবং দেশপ্রেমিক হবে ।

2) সকলের মতামতের গুরুত্ব দেয়া ও সমস্যা সমাধান করা শিখবে ।

3) তাঁরা দায়িত্ব সচেতন হবে এবং একসাথে বিভিন্ন কাজ করা শিখবে ।  .

4) বাগান করা , রান্না করা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা শিখবে ।

5) পুষ্টি সম্পর্কে সচেতন হবে এবং সকলকে শিখাতে পারবে।

6) বড়দের পরামর্শ নিয়ে ও ছোটদের সাথে নিয়ে কাজ করতে অভ্যস্থ হবে ।

7) তাদের নেতৃত্বের গুণাবলী অর্জিত হবে এবং সম্মানবোধ জাগ্রত হবে।

8)মিতব্যায়ী হওয়াঅন্যকে সহযোগিতা করা শিখবে


আমাদের সকলের উচিত পড়াশুনার পাশাপাশি তাদের সৃজনশীল

মানসিকতা তৈরিতে সহযোগিতা করা ।