Loading..

খবর-দার

০৫ মে, ২০২০ ০৩:৪১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক ছোট সোনা মসজিদের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের পার্শ্বে ঐতিহাসিক“ছোট সোনামসজিদ” অবস্থিত। ছোট সোনামসজিদ ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যাত। এটি বাংলার রাজধানী গৌড়-লখ্নৌতির ফিরোজপুর কোয়াটার্স এর তাহখানা কমপ্লেক্স থেকে অর্ধ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কোতোয়ালী দরওয়াজা থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মসজিদটির উত্তর পার্শ্বে বিশাল একটি দীঘি রয়েছে। মসজিদের সন্নিকটে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।

গবেষকরা মনে করেন, সোনামসজিদের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি পুরনো আমলের এবং একসময় এটি কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখ্নৌতির মূল শহরের সাথে সংযোগ স্থাপন করেছিল। প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে। তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ- এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোন এক সময় নির্মিত হয়েছিল। সংগৃহীত।
আপনারা এই ঐতিহাসিক নিদর্শন দেখতে আসবেন এই প্রত্যাশায়, এ,টি,এম ফরহাদ রেজা, চাঁপাইনবাবগঞ্জ।