Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৬ মে, ২০২০ ০৭:২০ পূর্বাহ্ণ

শিক্ষা খাতে আধুনিকায়ন ও বাস্তবায়নে আমি মহিউদ্দিন

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।


প্রসঙ্গঃ

  • শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ন ও বাস্তবায়ন 


মূল লক্ষ্যঃ

  • মাল্টিমিডিয়াভিত্তিক পাঠদান, অনলাইনে পাঠদান এবং ডিসটেন্স লার্নিং (দূরত্বে থেকে শিক্ষা) সুনিশ্চিতকরণ।


আমার কিছু কথাঃ

শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাগন। প্রযুক্তি বহুদূর এগিয়ে গেছে। পিছিয়ে আছি শুধুমাত্র আমরা। যেখানে অন্যান্য দেশে সবাই শিক্ষা খাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে, আমরা এখনো সেকেলেই রয়ে গেছি। তাই শিক্ষার মানকে আরো একটু প্রযুক্তি নির্ভর এবং সহজ করতেই আমার এই প্রয়াস। আমার লক্ষ্য, প্রতিটি স্কুল হবে শিক্ষার জন্য উন্মুক্ত এবং এতে কোনো বাধা থাকবেনা। শিক্ষার্থীরা যাতে আরো সহজে শিখতে পারে এবং আমরা শিক্ষক-শিক্ষিকারা যাতে তাদের শেখানোর কাজটা আরো সহজ করতে পারি, এই লক্ষ্যে আজকের এই আয়োজন।

আমি বাৎসরিক খুব কম টাকা ব্যয়ে কিভাবে সহজে অত্যন্ত মান সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করতে পারি, সেই দিকটি আজ তুলে ধরার চেষ্টা করেছি।

আমি আপনাদের যেকোনো বিদ্যালয়ে এই ধরনের সুবিধা যোগ করতে আপনাদের পাশে থাকার আন্তরিক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

প্রয়োজনীয় উপকরণঃ

  • গুগল ক্লাসরুম

  • একটি ওয়েবসাইট

  • একটি ফেসবুক পেইজ

  • দুটি ভিন্ন ফেসবুক গ্রুপ

    • সেটাপ ও প্রশিক্ষণ এবং 

    • ইন্টারনেট সচল ডিভাইস


গুগল ক্লাসরুমঃ

এটিই হলো প্রধান আকর্ষণ।               


গুগল ক্লাসরুম এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাগন যেসকল সুবিধা পাবেনঃ

  • একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল ঠিকানা।

([email protected])

  • লাইভ ক্লাস

  • অনুপস্থিত থেকেও ক্লাস নেয়ার সুযোগ

  • পূর্বপরিকল্পিত নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয় ক্লাস 

  • উপস্থিতি নির্ণয় এবং সপ্তাহে/মাসে/বছরে মোট উপস্থিতি নির্ণয়       

  • বিষয়ভিত্তিক পাঠ/ডকুমেন্ট/কন্টেন্ট দেখানো

  • বাসার কাজ সংযোজন এবং সময় নির্ধারণ

  • বাসায় কৃত কাজ পর্যবেক্ষণ/মূল্যায়ন এবং ফিডব্যাক প্রদান

  • কুইজ প্রদান (কুইজের মূল্যায়ন সম্পূর্ণ স্বয়ংক্রিয়)

  • বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত মানসমূহের স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড

  • শিক্ষার্থীদের নোটিশ প্রদান

  • সিলেবাস অনুসারে একটি সম্পূর্ণ ক্লাস তৈরিকরণ

  • শিক্ষার্থীদের মান অনুযায়ী তাকে বাসার কাজ প্রদান (অতিরিক্ত অনুশীলনের জন্য)

  • অভিভাবকদের স্বয়ংক্রিয় রিপোর্ট প্রেরণ                               



গুগল ক্লাসরুম এর মাধ্যমে শিক্ষার্থীরা যেসকল সুবিধা পাবেঃ

  • একটি প্রাতিষ্ঠানিক ইমেইল

([email protected])

  • অনলাইন ক্লাস (যেকোনো স্থান, যেকোনো সময়)

  • ক্লাসে মতামত প্রদান এবং সমস্যা উল্লেখকরণ

  • গ্রুপভিত্তিক সমস্যা সমাধান

  • বাড়ির কাজ জমাদান

  • অনুপস্থিত থেকেও ক্লাস পর্যবেক্ষণ

  • কোনো ক্লাস মিস করার সুযোগ নেই

  • অভিভাবকদের মিথ্যা বলার সুযোগ নেই



গুগল ক্লাসরুম এর মাধ্যমে অভিভাবকেরা যেসকল সুবিধা পাবেনঃ

  • প্রতিদিনের, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক রিপোর্ট


অতিরিক্ত সুবিধাঃ

  • সকল শিক্ষকগণ প্রতিদিন কিছু না কিছু অবশ্যই শিখাবেন এবং শিক্ষার্থীরা বাসার কাজে ফাঁকি দেয়ার কোনো সুযোগ পাবে না।                            


ওয়েবসাইটঃ

একটি শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্যাদি এখান থেকে পাওয়া যাবে।

উদাহরণঃ www.yourschool.edu.bd বা, www.yourschoolbd.com


ফেসবুক পেইজঃ

  • যেহেতু বর্তমানে প্রায় সবাই ফেসবুক ব্যবহার করেন, তাই এটি হতে পারে এডভার্টাইজিং/বিপণনের একটি প্রধান মাধ্যম। এছাড়াও- 

  • শিক্ষক-শিক্ষিকাগনদের সাথে সাক্ষাৎ গ্রহনের অনুরোধ/এপোয়েন্টমেন্ট সুবিধা।

  • আপকামিং ইভেন্ট সম্পর্কে বিজ্ঞপ্তি।

  • জব সুবিধা প্রদান।          



দুটি ভিন্ন ফেসবুক গ্রুপঃ

  • প্রথমটি, শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাগনদের জন্য একটি গ্রুপ। এতে করে, শিক্ষক-শিক্ষিকাগন-

    • নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন।

    • পাঠপরিকল্পনায় একজন আরেকজনকে সহায়তা করতে পারবেন।

    • যেকোনো সমস্যা সমাধানে সবাই একযোগে কাজকরণ।              


  • দ্বিতীয়টি অভিভাবক এবং অন্য সকলের জন্য। এতে যা থাকছে-

  • শ্রেণিভেদে ইউনিট/অধ্যায়ভিত্তিক অভিভাবক কন্সাল্টেশান। 

  • শ্রেণিভেদে শিক্ষার্থীদের পড়াশোনর রুটিন।

  • শ্রেণিভেদে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস।

  • আপনার শিশুকে বুঝতে শিখুন।

  • আপনার শিশুকে কোথায় ঘোরাবেন এবং কি দেখাবেন।

  • আপনার শিশু ইন্টারনেটে কি দেখবে এবং কত সময় দেখবে।

  • আপনার শিশু কত সময় খেলবে। 

  • আপনার সন্তান দিনে কতসময় ঘুমাবে।

  • ক্লাশ টপিক যা অভিভাবকদের জানা থাকা দরকার।

  • দৈনন্দিন তথ্য হালনাগাদ ও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।

  • সার্ভে বা মতামত গ্রহণ এবং যাচাইকরণ।

  • মেন্টরশীপ হওয়ার মাধ্যমে যেকোনো বিষয়ে সেবা প্রদান।    


সেটাপ ও প্রশিক্ষণঃ

  • আমি পুরো সিস্টেম সেটাপ করে দেবো এবং    

  • দশ দিনের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের ভিডিও দিয়ে দেবো।


 ইন্টারনেট সচল ডিভাইসঃ

  • সকল শিক্ষক-শিক্ষিকাগন এবং শিক্ষার্থীদের একটি ইন্টারনেট সংযোগ আছে এমন একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড চালিত ডিভাইস প্রয়োজন হবে।

(*বর্তমানে মোটামুটি সবার কাছেই এন্ড্রয়েড চালিত মোবাইল আছে।)     

  • লাইভ ক্লাস নিতে একটি ইন্টারনেট সংযোগ আছে এমন ল্যাপটপ এবং প্রজেক্টর লাগবে। অন্যথায় প্রয়োজন নেই।         


মোট ব্যয় করতে হবেঃ

  • ১,০০০ টাকা প্রতি বছর (শুধুমাত্র ডোমেইন নেম)  

 


একটি প্রতিষ্ঠান এ ব্যবস্থা গ্রহণ করে যেভাবে আর্থিকভাবে লাভবান হতে পারেঃ    

  • অনলাইন সুবিধা বাবদ প্রতিজন ছাত্র-ছাত্রী থেকে মাসিক ১০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত গ্রহন।*

  • প্রতিবছর ছাত্র-ছাত্রীদের কাছে এন্ড্রয়েড ডিভাইস/ল্যাপটপ বিক্রি করে।*

  • অনলাইনে দুর্বল শিক্ষার্থীদের মাঝে টিউশন সুবিধা প্রদানের মাধ্যমে।

  • যারা স্কুল ছেড়ে চলে যাবে, তারা স্বাৎসরিক মূল্য প্রদানের মাধ্যমে স্কুল থেকে প্রাপ্ত ইমেইল  সুবিধা ভোগ করতে পারবে।

        

*এ ব্যাপারগুলো একেবারেই নগণ্য।   


যোগাযোগঃ

  • ০১৫৫৭০৯৬১৬৪


***সবশেষে, আপনি যদি এই ব্যবস্থাটি আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যবহার করে থাকেন, তবে আমাকে রেকোমেন্ড করে একটি অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করার জন্য বিশেষ অনুরোধ রইল।***


মোটামুটি এই পর্যন্তই। ধন্যবাদ পুরো বিষয়টি পড়ার জন্য।


এই পদক্ষেপের আওতাধীন প্রথম স্কুল/প্রতিষ্ঠানঃ

  • কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চাঁদপুর

প্রথম উদ্যোগঃ নভেম্বর, ২০১৯

কার্যক্রম শুরুঃ ফেব্রুয়ারী, ২০২০

কার্যকরঃ মার্চ, ২০২০


এই পদক্ষেপের আওতাধীন দ্বিতীয় স্কুল/প্রতিষ্ঠানঃ

  • কালেক্টরেট ইংলিশ ল্যাংগুয়েজ সেন্টার

প্রথম উদ্যোগঃ মে, ২০২০

কার্যক্রম শুরুঃ মে, ২০২০

কার্যকরঃ কাজ অসম্পূর্ণ (চলমান)

এই পদক্ষেপের আওতাধীন তৃতীয় স্কুল/প্রতিষ্ঠানঃ

  • নিউ হলি চাইল্ড পাবলিক স্কুল

প্রথম উদ্যোগঃ মে, ২০২০

কার্যক্রম শুরুঃ মে, ২০২০

কার্যকরঃ কাজ অসম্পূর্ণ (চলমান)


এই পদক্ষেপের আওতাধীন চতুর্থ স্কুল/প্রতিষ্ঠানঃ

  • আমিনুর রহমান গার্লস হাই স্কুল

প্রথম উদ্যোগঃ মে, ২০২০

কার্যক্রম শুরুঃ মে, ২০২০

কার্যকরঃ কাজ অসম্পূর্ণ (চলমান)


বাংলাদেশে এই পদ্ধতির প্রথম উদ্ভাবন ও বাস্তবায়নের প্রথম উদ্যোক্তাঃ

মহিউদ্দিন, সহকারী শিক্ষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চাঁদপুর


https://docs.google.com/document/d/17P05npw3dWfNDnunHSfODco2sb26eXhW4T_fpFJXYdM/edit?usp=drivesdk

                          

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি