Loading..

উদ্ভাবনের গল্প

০৭ মে, ২০২০ ০৩:০০ অপরাহ্ণ

শিক্ষায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার(অনলাইনে পাঠদান এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা)

শিক্ষায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার


করোনা ভাইরাস (কোভিড-১৯)এর কারনে বিদ্যালয় ছুটি কালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি হ্রাস কল্পে করণীয় হিসেবে অনলাইনে পাঠদান  এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।


কার্যক্রম পরিচালনা


বিদ্যালয় ছুটি কালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি হ্রাস,সচেতনতা সৃষ্টি  কল্পে করণীয় হিসেবে নিম্নক্ত কার্যক্রম গ্রহণ করেছি-

১. বার্ষিক পাঠপরিকল্পনা অনুযয়ী ৩য়-৫ম শ্রেনির পাঠ দান;

২.  ছুটি কালিন সময়ে ডিজিটাল ও ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পাঠ দান;

৩.  এই সময়ে ক্যামটেসিয় ,ওবিএস স্টুডিও ,গুগুল ক্লাস রুম, ইউটিব ও নিরাপদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনা করে আসছি ।

৪. করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষে ক্লাসের শুরুতে সচেতন মূলক ভিডিও ইডিটিং করা ।


ফলাফল -

অভিভাবকগণ তাদের সন্তানকে পাঠে অংশগ্রহন করাচ্ছে এবং বাড়ির কাজগুলো ইনবক্সে প্রেরণ করছে