Loading..

প্রেজেন্টেশন

১১ মে, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ

শারীরিক শিক্ষার কর্মসুচি, দশম শ্রেণি, শাশি, মো: আবদুল জলিল

সম্মানিত এডমিন স্যার, প্যাডাগজি রেটার মহোদয়গণ, সেরা কনটেন্ট নির্মাতা, উদ্ভাবক, অ্যাম্বাসেডরগণ এবং প্রাণের শিক্ষক বাতায়নের শিক্ষকমন্ডলী আস্‌সালামু আলাইকুম। আপনাদের দেয়া উৎসাহ নিয়ে এ পর্যন্ত ৫টি কনটেন্ট  শিক্ষক বাতায়নে আপলোড করেছি।   আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমতাবস্থায় আমার আপলোড করা কন্টেন্টগুলোর মান বিবেচনা করে আপনাদের কাছে মান সম্মত হয়েছে বলে মনে হলে অনুগ্রহ করে আমাকে পাক্ষিক একজন সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে মনোনীত করলে আমার কর্মস্পৃহা ও কর্ম পরিধি বৃদ্ধি পাবে এবং আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকবো। 

পাঠ শেষে শিক্ষার্থীরা :-

   শারীরিক শিক্ষার আন্ত:শ্রেণির ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বলতে পারবে।

   শারীরিক শিক্ষার আন্ত:স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বর্ণনা করতে পারবে।

   জাতীয় দিবসের অনুষ্ঠানাদি সঠিক ভাবে পালন করতে পারবে।