Loading..

উদ্ভাবনের গল্প

১২ মে, ২০২০ ০৭:১৪ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের শখ

আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদের আজকে আমরা যেভাবে শেখাবো আগামীতে তারা সেভাবেই পরিচালিত হবে। তাদের চলার পথ সুগম করতে দিক নির্দেশনা দিতে এগিয়ে আসা প্রত্যেক পিতা- মাতা ও শিক্ষকদের এগিয়ে আসা দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের শিক্ষা দেবায় সময় এখনেই। তাই বিদ্যালয়ের আঙিনায় তাদের নিজ হাতে তৈরি তাদেরই শখের বাগান করতে সহযোগিতা করে এক শিক্ষন- শেখার পরিবেশ তৈরি করে বিদ্যালয়টিকে সবুজ ও পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমার এ প্রেরণা মাত্র।