Loading..

উদ্ভাবনের গল্প

১৪ মে, ২০২০ ০৯:১৯ অপরাহ্ণ

করোনা পরিস্থিতীতে শিক্ষার্থীদের জন্য আমার করণীয়।

কখনো ভাবিনি আমার শিক্ষার্থীদের রেখে এভাবে বাড়িতে থাকতে হবে।তাদের লেখাপড়ার এই ক্ষতি মেনেই নিতে পারছিলামনা। তাই ভাবলাম অনলাইনে তাদের পাঠদান করা যায় কিনা, যেই ভাবা সেই কাজ। তাই ভিডিও রেকর্ডের মাধ্যমে ক্লাস ফেসবুকে প্রদান করলাম এবং শিক্ষার্থীদের আমার ফ্রেন্ড করে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে থাকি।তাছাড়া সকল ক্লাস, সংসদ টিভির ক্লাস সবই শেয়ার করলাম আমার টাইমলাইনে। তাদের মাঝে বেশ সাড়া পেলাম। তারা নিয়মিত আমার ক্লাস দেখতে থাকে। আমার আগ্রহ আরো বেড়ে গেল। প্রতিসপ্তাহে দুইটি ক্লাস নিতে শুরু করলাম।