Loading..

উদ্ভাবনের গল্প

১৪ মে, ২০২০ ০৯:৫৪ অপরাহ্ণ

শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতী নিশ্চিত করতে আমার করণীয়।

শিক্ষার্থীদের উপস্থিতীর হার কম দেখে প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় করি। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের বিদ্যালয়ে না আসার কারণ জানতে চাইলে তারা বলে-

১। স্কুল ড্রেস না থাকা 

২। না খেয়ে আসা

৩। পাঠ জটিল মনে হওয়া

৪। বিনোদন না থাকা।

এই সমস্যাগুলি চিহ্নিত করার পর আমি সমাধানের জন্য প্রথমে ক) স্কুল ড্রেস বানিয়ে দিই গরীব শিক্ষার্থীদের মাঝে। খ) তারপর টিফিন বাটি উপহার দিলাম শ্রেণি কার্যক্রমে মূল্যায়নের পর।

গ) মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিয়ে জটিল বিষয় সহজ করে তুলি। ঘ) বিনোদনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এরপরো যারা আসেনি  তাদের বাড়িতে যেয়ে অভিভাবকের সাথে মতবিনিময় করে আসি। তারপর দেখলাম তারা ধীরে ধীরে স্কুলমুখী হতে শুরু করেছে।