Loading..

উদ্ভাবনের গল্প

১৫ মে, ২০২০ ০৮:৫৪ অপরাহ্ণ

যেভাবে বিনামূল্যের একটি মোবাইল স্ট্যান্ড বানাবেন।..ঘরে বসেই মোবাইল স্ট্যান্ড বানান আর ভিডিও রেকর্ড ও ফেসবুকে লাইভ করুন সহজেই।

আসসালামু আলাইকুম। আশা করি সপরিবারে সবাই ভালো আছেন৷ সুস্থ আছেন। করোনা দুর্যোগ মোকাবিলায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের শিখন-শিখানো কার্যক্রম কিন্তু বন্ধ নেই। আমরা আমাদের ঘরে বসেই আমাদের পড়াশোনা অব্যহত রেখেছি। যার যেভাবে সম্ভব সেভাবে শিক্ষার্থীদের সহায়তা করছি। সারাদেশেই ফেসবুক লাইভ ক্লাস, রেকর্ড ভিডিও ক্লাস, ইউটিউব ভিডিও ইত্যাদির মাধ্যমে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। উপকরণ না থাকলে এসব ক্লাস নিতে তথা ছবি, ভিডিও রেকর্ড করা, প্রচার করার জন্য অপরের সহায়তা নিতেই হয়। আবার সুস্থির না থাকলে রেকর্ড ও প্রচারের কাজটি অনেকসময়ই ভালোভাবে করা সম্ভবপর হয় না। একটি মোবাইল বা ক্যামেরা স্ট্যান্ড এই সমস্যার সমাধান দিতে পারে। যাঁদের ট্রাইপড অথবা মোবাইল স্ট্যান্ড নেই, তাঁরা ঘরের অব্যবহৃত জিনিস দিয়ে সহজেই এসব বানাতে পারেন। ট্রাইপড কিনতে এই দূর্যোগে বাহিরে যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ তেমন অন্যকোথাও থেকে সংগ্রহ করাও রোজা-ঈদের মাসে খরচের বাড়তি চাপ। অথচ এটি এখন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হয়ে উঠেছে। তাই স্বল্প ব্যয়ে প্রয়োজন মেটাতে আপনি ঘরে বসেই এটি মাত্র ১৫ মিনিটে তৈরি করে নিতে পারেন৷ ভিডিওতে দেখানো স্ট্যান্ড বা খুঁটিটি বানাতে যা যা লাগবে তা হচ্ছে,

১) এক ও দুই লিটার সাইজের দুইটি বোতল

২) ছুরি বা ব্লেড বা কাটার

৩) কাঠ / বাঁশ / প্লাস্টিকের পাইপ ( আমি প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছি)

৪) পেরেক

৫) হাতুড়ি অথবা পেরেক লাগানো সম্ভব এমন যন্ত্র।

তো ঝটপট বানিয়ে ফেলুন একটি সহজে বহনযোগ্য মনের মতো একটি স্বল্প বা বিনামূল্যের মোবাইল স্ট্যান্ড।

https://drive.google.com/open?id=1KZW0pIVr7q2Ob006srzIvPiD-wkdmJ2N

https://drive.google.com/open?id=1mbPUSPMWmvHqSQR8gZGw8jC-3oBsV5Qj

https://drive.google.com/open?id=1hGy2tBCULQlAtKKIF0sPiGeer-BoulWy

এই পদ্ধতি ছাড়াও আপনি কেবল খালি বোতল, ব্যাডমিন্টন খেলার ফ্লাওয়ার বক্স ইত্যাদি ব্যবহার করে স্ট্যান্ড বানাতে পারবেন।

যেকোন প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন ০১৮২৩-৫১৩০০২ নাম্বারে।

ভিডিওটি দেখা ও লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করছি।