Loading..

মুজিব শতবর্ষ

১৬ মে, ২০২০ ০৫:১৩ পূর্বাহ্ণ

সাতই মার্চের ভাষণ ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ।

তিনি ভাষণে কয়েকটি দিক নিয়ে আলোচনা করেন:

  • -> সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা;
  • -> পশ্চিম পাকিস্তানী রাজনীতিকদের ভূমিকার ওপর আলোকপাত;
  • -> সামরিক আইন প্রত্যাহারের দাবি জানানো;
  • -> অত্যাচার ও সামরিক আগ্রসন মোকাবিলার জন্য বাঙালিদের আহ্বান জানানো;
  • -> দাবী আদা না-হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে সার্বিক হরতাল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রদান ;
  • -> নিগ্রহ ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করা।

 

এই কথা গুলো চিরকাল স্বরনীয় হয়ে থাকবে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি