Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৬ মে, ২০২০ ১২:২২ অপরাহ্ণ

বগুড়ায় ধানের দাম বেড়েছে, কৃষকের মুখে হাসি

বগুড়ায় ধানের দাম বেড়েছে, কৃষকের মুখে হাসি

সপ্তাহের ব্যবধানে বগুড়ার মোকামে ধানের দাম বেড়েছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ছবিটি গতকাল শুক্রবার সকাল ৭টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা মোকাম থেকে তোলা। ছবি: সোয়েল রানামহাসড়কের পাশে বিশাল হাট। হাটজুড়ে শুধু ধান আর ধান। করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন উপেক্ষা করে ভ্যান-ভটভটিতে করে হাটে বোরো ধান বিক্রির জন্য এসেছেন কৃষক। ভালো দাম পেয়ে হাসি মুখে ফিরেছেন কৃষক। অনেকেই ধান বিক্রির টাকা দিয়ে মাছ-মাংস আর তরমুজের মতো মৌসুমি ফল কিনে বাড়ি ফিরেছেন। এ চিত্র উত্তরাঞ্চলের ধানের অন্যতম বড় মোকাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা হাটের।

গতকাল শুক্রবার সকালে এই হাটে মণপ্রতি মিনিকেট হিসেবে পরিচিত সরু ধান ৯৮০ থেকে ১০১০ টাকা দরে এবং কাটারিভোগ জাতের সরু ধান ৮৫০ থেকে ৮৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ব্রি-২৮ জাতের ধান বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

সপ্তাহের ব্যবধানে বগুড়ার মোকামে ধানের দাম বেড়েছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ছবিটি গতকাল শুক্রবার সকাল ৭টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা মোকাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাসপ্তাহের ব্যবধানে বগুড়ার মোকামে ধানের দাম বেড়েছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ছবিটি গতকাল শুক্রবার সকাল ৭টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা মোকাম থেকে তোলা। ছবি: সোয়েল রানামহাসড়কের পাশে বিশাল হাট। হাটজুড়ে শুধু ধান আর ধান। করোনাভাইরাসের সংক্রমণ ও লকডাউন উপেক্ষা করে ভ্যান-ভটভটিতে করে হাটে বোরো ধান বিক্রির জন্য এসেছেন কৃষক। ভালো দাম পেয়ে হাসি মুখে ফিরেছেন কৃষক। অনেকেই ধান বিক্রির টাকা দিয়ে মাছ-মাংস আর তরমুজের মতো মৌসুমি ফল কিনে বাড়ি ফিরেছেন। এ চিত্র উত্তরাঞ্চলের ধানের অন্যতম বড় মোকাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা হাটের।

গতকাল শুক্রবার সকালে এই হাটে মণপ্রতি মিনিকেট হিসেবে পরিচিত সরু ধান ৯৮০ থেকে ১০১০ টাকা দরে এবং কাটারিভোগ জাতের সরু ধান ৮৫০ থেকে ৮৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ব্রি-২৮ জাতের ধান বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

ব্যবসায়ী ও আড়ৎদারেরা বলছেন, এক সপ্তাহ আগে এই হাটে মিনিকেট ও কাটারিভোগ জাতের ধানের মণপ্রতি দাম ছিল যথাক্রমে ৮৪০ থেকে ৯০০ এবং ৭৪০ থেকে ৭৫০ টাকা। আর ব্রি-২৮ জাতের ধান বিক্রি হয়েছে ৬৫০ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম গড়ে ১০০ টাকা করে বেড়েছে। গত মৌসুমে কাটারিভোগ ও স্থানীয় জাতের মিনিকেট ধানের দাম ছিল গড়ে প্রতিমণ ৬০০ থেকে ৬৫০ টাকা। আর ব্রি-২৮ ধান কেনাবেচা হয়েছিল ৫২০ থেকে ৫৫০ টাকা মণ দরে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি