Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৬ মে, ২০২০ ০১:৪৯ অপরাহ্ণ

কৃতজ্ঞতা প্রকাশ

আমরা নানা ভাবে শিখি। দেখে শিখি, শুনে শিখি এবং হাতে কলমে করে শিখি। আমাদের জীবন চলার পথে অনেকটাই নানা বিরুদ্ধ পরিস্থিতি অতিক্রম করতে হয়। তখন কেউ আমাদের সাহায্য করে, কেউ নিরপেক্ষ ভূমিকা পালন করে। আবার এমন অনেকেই আছেন যারা নিজেদের সবোর্চ্চ চেষ্টা করে অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এখন সময় বিজ্ঞাননের উৎকর্ষতার সময়। নতুন নতুন প্রযুক্তির জ্ঞান আহরণ ও ব্যবহারের সময়। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমরা অনেক গুণগত মানের ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করেন তাদের নৈতিক দায়িত্ব হলো অন্য শিক্ষকদের অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সহকর্মীদের সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান বিতরণ করা। তাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি এ ব্যাপারে সহযোগিতা প্রদান করা। বিভিন্ন কনটেন্ট ব্যবহার করতে সাহায্য করা। আশা করি এভাবেই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অবদান রাখতে পারবো। আমরা যাদের কাছ থেকে নানা সময় বিভিন্ন উদ্যোগের পরামর্শ পেয়ে থাকি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তাদের দেখানো পথ ধরে আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই, প্রযুক্তি জ্ঞানের আলো। তাদের অনেকের মধ্যে একজন মোফাকখারুল আলম। আবারও কৃতজ্ঞতা জানাই।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি