Loading..

খবর-দার

২২ মে, ২০২০ ০৭:৫১ অপরাহ্ণ

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, বুঝার ও মেনে চলার তৌফিক দান করুন।

‘রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে।’
(সূরা আল-ফুরকান-৩০)

কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তা‘আলার অনুমতিতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের জন্য শাফায়াত চাইবেন। কিন্তু যারা কুরআন শিক্ষা করেনি, কুরআনের যেসব হক রয়েছে তা আদায় করেনি, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন।

ইবনে কাসীর বলেন, কুরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়াত গ্রহণ না করা, এ সবই কুরআন পরিত্যাগ করার শামিল।

মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কোরআন পড়ার, বুঝার ও মেনে চলার তৌফিক দান করুন।