Loading..

উদ্ভাবনের গল্প

২৩ মে, ২০২০ ০৫:০৪ অপরাহ্ণ

সংসদ টিভিতে ক্লাস দেখি, নিজের পড়া নিজেই পড়ি'', মোহাম্মদ নাসির হোসেন, সহকারি শিক্ষক, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়, হাইমচর, চাঁদপুুর।

''সংসদ টিভিতে ক্লাস দেখি, নিজের পড়া নিজেই পড়ি''

বিশ্বময় করোনা পরিস্থিতির জন্য যখন বিদ্যালয় গুলোতে পাঠদান বন্ধ, শিক্ষার্থীরা যখন স্কুলে না গিয়ে বাসায় পড়াশুনা চালিয়ে যেতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সংসদ বাংলাদেশ টিভিতে পাঠদান কর্মসূচী হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সকল পর্যায়ের শিক্ষার্থী যাতে সঠিকভাবে ক্লাসগুলো করতে পারে সেজন্য পূর্বেই তাদের ক্লাস রুটিন প্রদান করা হয়। বাংলাদেশের যে সকল শিক্ষার্থী গ্রামে অবস্থান করে তারা সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো সম্পর্কে বেশি একটা জানতো না, ফলে শিক্ষার্থীর অংশগ্রহণ অনেক কমতে থাকে। তাই নিজস্ব কমিউনিটিতে সংসদ টিভিতে শিক্ষার্থীর অংশগ্রহণ শতভাগ নিশ্চিত করণের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস। আমি আমার কমিউনিটিতে শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের নিকট সংসদ টিভিতে প্রচারিত ক্লাস রুটিন দিয়ে অবগত করি এবং তাদের অভিভাবকদের সম্পৃক্ত করে ক্লাসগুলো দেখতে আগ্রহ সৃষ্টি করি। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হলে আমার চেষ্টা স্বার্থক হবে।


মোহাম্মদ নাসির হোসেন

সহকারী শিক্ষক

দূর্গাপুর উচ্চ বিদ্যালয়

হাইমচর, চাঁদপুর।