Loading..

ভিডিও ক্লাস

০১ জুন, ২০২০ ১১:০৩ পূর্বাহ্ণ

মূলধন আয় –ব্যয় প্রাক্কলন (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি

পাঠ পরিচিতি ৫ম অধ্যায়:- মূলধন আয় – ব্যয় প্রাক্কলন (১ম অংশ)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি অধ্যায়:৫ম, পৃষ্ঠা নং: ৪৮-৫৬ [মূলধন আয় –ব্যয় প্রাক্কলন (১ম অংশ- এর কনটেন্ট)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি। কনটেন্ট Link: https://www.youtube.com/watch?v=-1qfq... ] শিক্ষক পরিচিতি: মনোয়ার হোসেন চৌধূরী। পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান) মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা। মোবাইল নং-০১৯২০০০৩৬৯১। https://www.facebook.com/mohive1 https://www.facebook.com/mohive মূলধন বাজেটিং 1 2020 05 29 Project 1 আজকের পাঠঃ-মূলধন বাজেটিং এই পাঠ শেষে শিক্ষার্থীরা -শিখনফলঃ ১।মূলধন বাজেটিং- এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। ২। মূলধন বাজেটিং- এর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ৩।মূলধন বাজেটিং- এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারবে । ৪। গড় মুনাফার হার পদ্ধতিতে মুলধন বাজেটিং এর সমস্যা সমাধান করতে পারবে। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। ১। জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়। ২। জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন। ৩। উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে আনয়ন। মূলধন বাজেটিং:- মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া।এ প্রক্রিয়ায়র প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি যেমনঃজমি দালান কোঠা, যন্ত্র পাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসায়ের সম্প্রসারন যেমনঃ নতুন মেশিন স্থাপন, উ ৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রক্কালন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহন করে মূলধন বাজেটিং এর গুরুত্ত্বঃ- ১। মুনাফা সংক্রান্ত। ২। বিনিয়োগের বিশাল আকার। ৩। ঝুঁকির ভিত্তি... মূলধন বাজেটিং এর প্রয়োগঃ- ১। স্থায়ী সম্পত্তি ক্রয় । ২। ব্যাবসায়ের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারন। ৩। পন্য বৈচিত্রায়ণ। ৪। প্রতি স্থাপন ও আধুনিকায়ন ************************************* *আয় বলতে বিক্রয় হতে অর্জিত অর্থ বোঝায়। *ব্যয় বলতে কাঁচামাল খরচ, বিক্রয় খরচ এবং অবচয় সহ অন্যান্য খরচকে বোঝায়। *আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। *মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। *নিট মুনাফার সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। ************************************** মূলধন বাজেটিং এর পদ্ধতিঃ- ১।গড় মূনফার হার পদ্ধতি ২। পে-ব্যক সময় পদ্ধতি ৩। নিট বর্তমান মুল্য পদ্ধতি ৪। অভ্যন্তরীন মূনফা হার পদ্ধতি *মোট মুনাফা =বিক্রয় - চলতি ব্যয় - স্থায়ী খরচ - অবচয়। *নিট মুনাফা = মোট মূনফা - কর *নিট মুনফা = বিক্রয় - চলতি ব্যয় - স্থায়ী খরচ – অবচয়- কর । মূল্যায়নঃ- ১। মূলধন বাজেটিং কি? ২। মূলধন বাজেটিং এর গুরুত্ব কিকি? ৩। নিট মুনাফার সূত্রটি কি? নগদ আন্ত প্রবাহঃ নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যে অর্থ পাওয়া যায়, তাকে নগদ আন্তঃপ্রবাহ বলে। সিদ্ধান্ত নীতিঃ একাধিক প্রকল্পের মধ্যে যে প্রকল্পের গড় মুনফার হার বেশি সেই প্রকল্প গ্রহনযোগ্য । দলিয় কাজ ব্যবসায়ী সুমন সাহেব নতুন ডিজাইনের জুতা উৎপাদনের লক্ষে ৪ বছরের জন্য ১০লক্ষ টাকা বিনিয়োগের কথা ভাবছেন। যা হতে বিক্রয় হতে পারে যথাক্রমে ২লক্ষ, ৫লক্ষ, ৩লক্ষ ও ৭লক্ষ টাকা।যার চলতি খরচ বিক্রয়ের ২০% ও স্থায়ী খরচ ২লক্ষ টাকা, কর হার ৩০% এবং অবচয় ২০,০০০ টাকা।প্রতিষ্ঠানটি আদর্শ গড় মুনফার হার ২০%। উদ্দীপকটি পড়...। শিক্ষার্থীরা – উপরোক্ত তথ্যহতে জনাব সুমনের বিনিয়োগকৃত প্রকল্পের নগদ প্রবাহের পরিমান নির্নয় কর । উপরোক্ত তথ্য হতে জনাব সুমনের বিনিয়োগকৃত প্রকল্পের নিট মুনফা/ক্ষতি যথাক্রমে ১ম বছর (৬০,০০০) টাকা, ২য়বছর ১,২৬,০০০ টাকা, ৩য় বছর ১৪,০০০ টাকা ও ৪ র্থ বছর ২,৩৮,০০০ টাকা ধরে জনাব সুমনের বিনিয়োগ করা যথার্থ হবে কিনা পরামর্শ দাও ।