Loading..

ভিডিও ক্লাস

০১ জুন, ২০২০ ১১:০৪ পূর্বাহ্ণ

মূলধন আয়–ব্যয় প্রাক্কলন (২য় অংশ-পে-ব্যাক)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি

পাঠ পরিচিতি ৫ম অধ্যায়:- মূলধন আয় – ব্যয় প্রাক্কলন (২য় অংশ- পে-ব্যাক)। বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং, শ্রেণিঃ ৯ম-১০ম শ্রেণি অধ্যায়:৫ম, পৃষ্ঠা নং: ৫৬- ৫৯ [মূলধন আয়–ব্যয় প্রাক্কলন (২য় অংশ- এর কনটেন্ট)। কনটেন্ট Link: https://www.youtube.com/watch?v=ZXobf... ] শিক্ষক পরিচিতি: মনোয়ার হোসেন চৌধূরী। পদবীঃ সহকারি শিক্ষক (হিসাববিজ্ঞান) মহানগর আইড়িয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা, ঢাকা। মোবাইল নং-০১৯২০০০৩৬৯১। https://www.facebook.com/mohive1 https://www.facebook.com/mohive মূলধন বাজেটিং পে ব্যাক সময় নির্ণয় VID_20200531_200009 বিনিয়োগ কৃত টাকা কত দিনে ফেরত আসবে ? আজকের পাঠ পে-ব্যাক এই পাঠ শেষে শিক্ষার্থীরা - শিখনফলঃ 1. পে-ব্যাক সময় কি, তা বলতে পারবে। 2. পে-ব্যাক সময় নির্নয় ও তা বিশ্লেষণ করতে পারবে। 3. এক বা একাধিক প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি গ্রহন যোগ্য তা মুল্যায়ন করতে পারবে। পে-ব্যাক সময়ঃ বিনিয়োগ প্রস্তাব মুল্যায়নের জন্য পে-ব্যাক সময় পদ্ধতি একটি সহজ ও জনপ্রিয় পদ্ধতি।ব্যবসায় বা প্রকল্পে বিনিয়োগ কৃত টাকা কত দিনে ফেরত আসবে তা পে-ব্যাক সময় পদ্ধতি নির্দেশ করে। ব্যবসায় বা প্রকল্পে হতে আগত আন্তঃপ্রবাহ অনেক সময় নাও হতে পারে। সে ক্ষেত্রে ক্রমযোজিত নগদ আন্তঃ প্রবাহ ব্যাবহার করে পে -ব্যাক সময় নির্নয় করা হয়। সিদ্ধান্ত নীতিঃ একাধিক প্রকল্পে যে প্রকল্পের পে-ব্যাক সময় যত কম সে প্রকল্পটি তত গ্রহনযোগ্য। আবার, একটি প্রকল্পের ক্ষেত্রে পে-ব্যাক সময় প্রকল্পের মোট আয়ূষ্কাল থেকে কম হলে প্রকল্পটি গ্রহন যোগ্য বলে বিবেচিত হবে। মূল্যায়ন পে-ব্যাক সময় কি? পে-ব্যাক নির্নয়ের সূত্র টি কি? বার্ষিক অবচয় নির্নয়ের সূত্র টি কি? দলিয় কাজঃ # মি শাহিন লতা কোম্পানির একজন আর্থিক ব্যাবস্থাপক। তিনি উক্ত কোম্পানির একটি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করেনছেন। প্রকল্পটির প্রাথমিক বিনিয়োগ ১,২০,০০০টাকা। আয়ুষ্কাল ৫বছর। প্রকল্পটি থেকে পরবর্তী পাঁচ বছর যথা ক্রমে ১২,০০০, ১৪,০০০, ১৮,০০০, ২৬,০০০ ও ৩৪,০০০ টাকা নিট মুনফা প্রাক্কলন করা হয়। প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্প মুল্যায়নে সর্বোচ্চ পে-ব্যাক সময় ৩বছর নির্ধারন করেন। শিক্ষার্থীরা, উদ্দীপকে বর্নিত প্রকল্পটির গড় মূনফার হার নির্নয় কর। উদ্দীপকে উল্লিখিত পে-ব্যাক সময়ের ভিত্তিতে মি শাহিনের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ কর। বাড়িতে বসেঃ উদ্দীপক দুইটি পড়...... ১)জনাব তৌহিদ বিনিয়োগ কৃত টাকা ৩ বছরে মধ্যে তুলে আনার আশায়, একটি প্রকল্পে ১৫লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। এ ক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় ধরা হয় যথা ক্রমে ৮লক্ষ, ১২লক্ষ, ১৬লক্ষ টাকা। স্থায়ী ব্যয় ১লক্ষ টাকা এবং চলতি ব্যয় বিক্রয়ের ৩০%। কর হার ৩০%। ২) জনাব কিশোর ৬বছরের জন্য ৭,০০,০০০ টাকা বিনিয়োগ করতে চান। এজন্য তিনি ‘শান্তা’ ও ‘সম্পা’ নামক দুইটি প্রকল্প বিশ্লষোণ করেন। প্রকল্প থেকে আগামী ৬ বছরে সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহের পরিমান নিম্ন রুপঃ উদ্দীপক-১ হতে, জনাব তৌহিদের প্রকল্প হতে গড় নিট মুনফার হার নির্নয় কর। পে-ব্যাক সময়ের ভিত্তিতে জনাব তৌহিদের কী বিনিয়োগ প্রকল্পটি গ্রহন করা উচিত?বিশ্লেষন কর। উদ্দীপক ২ হতে ,শান্তা প্রকল্পের পে-ব্যাক সময় নির্নণয় কর। (উঃ৩.৪৭ বছর) জনাব কিশোরের বিনিয়োগের জন্য কোন প্রক্লপ্টি গ্রহন যোগ্য ?যুক্তি দাও। (উঃ৩.৩৫বছর) সম্পা প্রকল্প গ্রহন যোগ্য। ধন্যবাদ