Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুন, ২০২০ ০৬:২০ অপরাহ্ণ

শিক্ষা সপ্তাহ_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ।

শিক্ষা সপ্তাহ_২০১৯ এ  ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় বেশ সাফল্য লাভ করে। উপজেলা পর্যায়, জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় ও দুইটি বিষয়( উপস্থিত রচনা ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক) অংশগ্রহণ করে। ২০১৯ সালে বিদ্যালয়টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে উপজেলা পর্যায়ে স্বীকৃতি লাভ করে। শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে ।জারি গান, উপস্থিত অভিনয়, কবিতা আবৃত্তি, উপস্থিত রচনা , দেশাত্ববোধন গান, লোক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, মাটির কাজ, নৃত্য, উপস্থিত বিতর্ক,ক ও খ বিভাগে প্রথম স্থান অধিকার করে। তাছাড়া  শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ক্যাটাগরিতে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে। জেলা পর্যায়ে জারি গান, কবিতা আবৃত্তি, উপস্থিত অভিনয়,লোক সংগীত সৃজনশীল নৃত্যে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে উপস্থিত রচনা ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এই দুটি ইভেন্ট এ অংশগ্রহণের সুযোগ লাভ করে। সম্মানীত প্রধান শিক্ষক মহোদয় আমাকে  সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার দায়িত্ব দেন। আমি মনে করি পড়াশুনার পাশিপাশি শিক্ষার্থীদের সহ পাঠক্রমিক কাজে নিয়োজিত করলে তাদের মেধার বিকাশ ঘটে। বর্তমানে এসব কার্যক্রম পরিচালনার জন্য আমার বিদ্যালয়টি পড়াশুনার পাশাপাশি সহ পাঠক্রমিক বিষয়ে ছাতক উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।