Loading..

উদ্ভাবনের গল্প

০৪ জুন, ২০২০ ০৪:৩২ অপরাহ্ণ

" লকডাউনে একটি শিশু'

( লগডাউনে থাকা একটি শিশুর মানসিক বিকাশের লক্ষে নির্মিত এই সিনেমাটি)

'' লকডাউনে একটি শিশু''

ছোট একটি নিন্ম মধ্যবিত্ত পরিবার। ঘরে তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে। দুই মাসের অধিককাল ছেলেটি বাসায় অবস্থান করছে। বাসায় থাকতে থাকতে ছেলেটির মানসিক অবস্থা ভাল নেই। প্রায়ই তার মন খারাপ  থাকে। ছেলেটি জানালে দিয়ে বাহিরে তাকিয়ে কি যেন ভাবতে থাকে ( লকডাউনের পূর্বের সব স্মৃতি)। জীবন জীবিকার তাগিদে বাবাকে প্রতিনিয়ত বাহিরে যেতে হয়। আজ বাবা ছেলেটির জন্য একটি লুডু নিয়ে আসছে। লুডুটি দেওয়ার সাথে সাথে সে মুচকি হেসে লুডুটি নিয়ে মায়ের সাখে খেলতে  শুরু করল। বাবা দেখল ছেলেটির মাঝে পরিবর্তন আসছে। সে আবার কম্পিউটারে 'আমার ঘরে আমার স্কুল' এ ক্লাস দেখছে। বাবা মাঝে মাঝে তার সাথে ক্যারামবোর্ড খেলতে লাগল। ধীরে ধীরে তার মাঝে আরো পরিবর্তন আসতে থাকল। এভাবে বাবা-মায়ের উপযুক্ত সঙ্গে ছের্লেটির জীবন পূর্বের ন্যায় হাসিখুশিতে ভরে উঠল।

( যেসকল শিশুরা লগডাউনে ঘরের ভীতরে অবস্থান করছে তাদেরকে শুধু পড়ার মধ্য না রেখে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমুলক কার্যক্রমের মাধ্যমে মানসিকভাবে চাঙ্গা রাখা বিশেষ প্রয়োজন।)