Loading..

উদ্ভাবনের গল্প

০৫ জুন, ২০২০ ০৬:৩৮ অপরাহ্ণ

কিশোর অপরাধ - মোহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী, সহকারী শিক্ষক, সুলতান খান কান্দি স:প্রা:বি:।

শিশুরা ফুলের মতো পবিত্র। পবিত্র তাদের দেহমন। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আজকে যে ছোট্ট কোমল শিশু, একদিন সে দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে।

কিন্তু বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে একটি সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এটি হলো কিশোর অপরাধ। কিশোরদের একটি উল্লেখযোগ্য অংশ চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদক সেবন, ইভ টিজিংসহ এমন সব ভয়াবহ কাজ ও অঘটন ঘটিয়ে চলছে এবং এমন লোমহর্ষক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, যা অকল্পনীয়। বিষয়টি সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানী, আইনবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। একবিংশ শতাব্দীর প্রারম্ভে সভ্যতার এ চরম উত্কর্ষের যুগে আমাদের ভবিষ্যতের আশা-ভরসার স্থল কিশোরসমাজের এ ব্যাপক বিপর্যয় সত্যিই বড় দুঃখ ও দুর্ভাগ্যজনক। 

আসুন আমরা তাদের এই অপরাধ  হতে মুক্ত করি। তাদের সুন্দর সুস্থ জীবনে ফিরিয়ে আনি।