Loading..

খবর-দার

০৭ জুন, ২০২০ ০৫:৫৬ অপরাহ্ণ

করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু

করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২ হাজার ৭৪৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৮৮৮ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জন। 

রোববার (৭ জুন) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২ ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য উপস্থাপন করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি।

তিনি জানান, আরও ৫৭৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

তিনি জানান, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। ৭ জুন শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৪২ জনের ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ১ জনের বয়স ৯১ থেকে ১০০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।