Loading..

উদ্ভাবনের গল্প

০৮ জুন, ২০২০ ০৮:১৪ পূর্বাহ্ণ

এসডিজি বাস্তবায়নে জুন জুলাই মাসে গাছ লাগাই

বাংলাদেশের আবহাওয়ায় গাছ লাগানোর উত্তম সময় হলো জুন এবং জুলাই মাস। আমার নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের একটা বিশেষ কাজ এই দুমাসে প্রত্যেকে একটি করে গাছ লাগাবে। বাড়িতে, রাস্তায়, মসজিদ, মন্দির, ঈদ্গাহ, অনাবাদি জায়গায় অথবা স্কুল আঙ্গিনায় এই গাছ লাগাতে হবে এবং  গাছ লাগানোর দলীয় রিপোর্ট পেশ করলে কৃষি শিক্ষার ব্যবহারিকে নাম্বার (যোগ) প্রদন করা হয়। এই কাজ বিগত দশ বছর অব্যাহত আছে বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে। গত ০৩জুন ২০২০ তারিখে গাছ লাগানোর কাজটি (অনুলাইনে বিদ্যালয়ের ক্লাশগ্রুপে ) দেয়া হয়েছে এবং আমি আশাবাদী জুলাইয়ের মধ্যে প্রায় ৫০০ গাছ লাগানো হবে।