Loading..

প্রেজেন্টেশন

১২ জুন, ২০২০ ০৪:২৭ অপরাহ্ণ

দশম শ্রেণি,জীব বিজ্ঞান,তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন,পাঠ-০১


♦  কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারব।
♦  কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারব।
♦  মাইটোসিস ব্যাখ্যা করতে পারব। মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা করতে পারব।
♦  জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা। যায়। এগুলাের কোনােটি দেহবৃদ্ধি ঘটায়, কোনােটি জননকোষ সৃষ্টি করে, আবার কোনােটি দ্বিবিভাজন। | পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। এই বিভিন্ন ধরনের কোষ বিভাজন কীভাবে হয়ে থাকে, সম্পর্কে আমরা অধ্যায়ে জানার চেষ্টা করব।