Loading..

খবর-দার

১৩ জুন, ২০২০ ০৮:৪৩ পূর্বাহ্ণ

শিক্ষক প্রশিক্ষণ

শিক্ষকদের জন্য ফ্রি অনলাইন ক্লাস প্রশিক্ষণের নিবন্ধন শুরু ।
সারাদেশের শিক্ষকদের বিনা মূল্যে অনলাইন ক্লাসের প্রশিক্ষণ দেবে যৌথভাবে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ ও দৈনিক শিক্ষাডটকম ।
করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে অনলাইন ক্লাসের বিকল্প নেই। কিন্তু নিজ নিজ বাড়িতে বসে অনলাইনে ক্লাস নিতে গিয়ে আমাদের শিক্ষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের এই সমস্যাগুলোর সহজ সমধান দিতে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশ নিতে ১৪ জুনের মধ্যে নিবন্ধন করতে শিক্ষকদের অনুরোধ করা যাচ্ছে।

কারা অংশ নিতে পারবেন এই প্রশিক্ষণে?

- প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
কীভাবে প্রশিক্ষণ দেয়া হবে?

- অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণের সময়কাল
- ২ দিন (৬ ঘণ্টা)
কি কি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে?

কীভাবে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া যায়
অনলাইনে ক্লাস নেয়ার জন্য সহযোগী বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার
কীভাবে অনলাইনে শিক্ষার্থীদের উপস্থিতি নিতে হয়
বিভিন্ন ডকুমেন্ট/শিট ছাত্র-ছাত্রীদের সঙ্গে শেয়ার করা
এছাড়াও অনলাইন ক্লাস সংক্রান্ত যাবতীয় বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

করোনার মহামারীর সময়ে শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও তথ্য প্রযুক্তি নির্ভর করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিনা মূল্যে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে এখনই রেজিস্ট্রেশন করুন। নিচের লিংকে ক্লিক করুন----

https://coderstrustbd.com/teachers-training/…