Loading..

ম্যাগাজিন

১৪ জুন, ২০২০ ১২:০৯ অপরাহ্ণ

ভাল কিছুর চিন্তা করি,নিজেকে দিয়ে শুরু করি।

ভাল কিছুর চিন্তা করি,নিজেকে দিয়ে শুরু করি। 

                                 আবু সাঈদ মাহমুদ।

পাপকে ঘৃণা করি,পাপির জন্য দোয়া করি।

অহংকার পরিত্যাগ করি,বিনয়ী হওয়ার চেষ্টা করি।

অত্যাচার বন্ধ করি,পরোপকার করতে শিখি ।

হারাম উপার্জন ত্যাগ করি, হালালের চিন্তা করি।

হিংসা বিদ্বেষ বন্ধ করি,ভালবাসার সিঁড়ি খুঁজি ।

নিজের সমালোচনা করি,নিরাপদ জীবন গড়ি।

সত্য-ন্যায়ের সাথে থাকি,মিথ্যা অহমিকা বর্জন করি।

আলস্য ত্যাগ করি,কর্মঠ ও কর্মীকে শ্রদ্ধা করি।

মন মানসিকতা সুন্দর করি,ভাল হওয়ার চেষ্টা করি।

মা-বাবার খেদমত করি,বৃদ্ধাশ্রমকে পরিহার করি।

কথা ও কাজে সঠিক থাকি,দেশকে মন দিয়ে ভালবাসি ।

তেলবাজি,দালালি কে না বলি,কালো সাদা বিচার করি।

ভাল কিছুর চিন্তা করি,নিজেকে দিয়ে শুরু করি। 



 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি