Loading..

প্রেজেন্টেশন

১৪ জুন, ২০২০ ০৮:৪৪ অপরাহ্ণ

আরবের ভৌগোলিক অবস্থান

আরবের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অধিবাসীদের জীবনধারন প্রণালিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এ উপদ্বীপের বালুকাময় মরুভুমি,শুষ্ক,রুক্ষ ও উত্তাপ্ত গরম আবহাওয়ার, অনাবৃষ্টি, ভুমির অনুর্বরতা,পানীয় জলের অভাব, চরণ ভুমির স্বল্পতা,সাইমুম ঝড়,লু-হাওয়া প্রভৃতি প্রতিকুল পরিবেশ তাদেরকে আমৃত্যু সংগ্রামী করে তোলে। একদিকে যেমন রুক্ষ, দুঃসাহসী,দুধর্ষ সৈনিক,অন্যদিকে কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল। জীবিকার তাগিদে কেউবা হয়েছে যাযাবর আবার কেউবা ব্যবসায়ী।

দক্ষিণাঞ্চলের সুশীতল ও শ্যামল আবহাওয়া এখানকার জনগণকে করেছে মার্জিত,দয়ালু ও পরোপকারী।কাব্যিক প্রতিভা ও সাহিত্যচর্চায় অপূর্ব সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

 তাদের পোষক-পরিচ্ছদ ও খাদ্যাভ্যাসেও প্রভাব বিস্তার করে যেমন ঢিলেঢালা লম্বা আলখাল্লাজাতীয় পশমের জোব্বা ও মাথায় পাগড়ি পরিধান করত। খাদ্যাভ্যাসে বৈচিত্র্য দেখা যায়।