Loading..

খবর-দার

২০ জুন, ২০২০ ০৪:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশের সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন

বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও সুপিরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন। তার ছেলে সাগর লোহানী বিবিসি বাংলাকে জানান সকাল ১০টা ১০ মিনিটের দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

তার শেষকৃত্য অনুষ্ঠান ও দাফন কখন এবং কোথায় সম্পন্ন হবে, সেবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান সাগর লোহানী।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশের শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা জগতে সক্রিয় ছিলেন।