দিনকে বলি তুমি সরে যাও
আমি ঘুমোতে যাব।
রাত বলে সময় কোথায়!
যেতে হবে বহুদূর...


বিশ্রামের সময় এখনও আসেনি!
কষ্ট পেয়েছ, কিন্তু কেন?
সময় যে বয়ে চলেছে তোমার-
তবুও যেতে হবে...


অলসতায় বলেছিলাম, দুপুরে যাব
সকাল আমাকে ক্ষমা করেনি,
কখন যে রাত হল টের-ই পাইনি!


তবুও সংগ্রাম সামনে যাবার,
ফিরে দেখি সময় যে নেই আর!
আছে শুধু হাহাকার,
বৃথা সামনে এগোবার।