Loading..

উদ্ভাবনের গল্প

২৪ জুন, ২০২০ ১০:৫৬ অপরাহ্ণ

দেশ তথা সারা পৃথিবীতে করোনার বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময় অনলাইন স্কুল চালু রাখতে শিক্ষকদেরকে অনুপ্রেরণা দেয়া।

দেশ তথা সারা পৃথিবীতে করোনার বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন সময় অনলাইন স্কুল চালু রাখতে শিক্ষকদেরকে অনুপ্রেরণা দেয়ার জন্য নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিক্ষকগণ যেন সময়মত ক্লাস রেকর্ড করে অনলাইন স্কুলে আপলোড দেন কিংবা লাইফে এসে ক্লাস পরিচালনা করেন, এসব ঠিক রাখার জন্য শিক্ষকদের সাথে ব্যক্তিগত যোগাযোগ সবসময়ই রাখতে হয়েছে। যেমন জেলা তথা বিভাগের শিক্ষকগণকে মাঝে মধ্যেই ফোন করা, জুম মিটিং করা,তাদেরকে নিয়ে ভিডিও বানানো, ক্লাসের স্কোর করা প্রভৃতি। হাটিঁ হাটিঁ পা পা করে এখন দিনাজপুর জেলার বেশ কয়েকজন আ্যাম্বাসেডর শিক্ষকসহ কয়েকজন শিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করছেন। বর্তমানে প্রায় ৩০০-এর কাছাকাছি ক্লাস বাতায়নে আপলোড হয়েছে এবং প্রতিদিন ক্লাস আপলোড অব্যাহত ভাবে চলছে। আমার সাধ্যমত শিক্ষা উপকরণ সংগ্রহ করে আমিও নিয়মিত ক্লাস আপলোড করে যাচ্ছি। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে আমাদের এই ক্লাস আপলোডের কাজ। প্রতিকূলতা বলছি এইজন্য যে, প্রথমেই রয়েছে আমাদের ইন্টারনেট ব্যবস্থাসহ স্পীড সমস্যা, এরপর বিদ্যুতের আপডাউন সমস্যা, রেকর্ডিং-এর নেই উন্নত ব্যবস্থা, বাড়ীতে রেকর্ড করার জন্য বাহিরের নানাপ্রকার সাউন্ড সমস্যা, যেমন রান্নার সময় প্রসারকুকারের সিটি মারার উচ্চ সাউন্ড, বাচ্চাদের চেঁচামেচি, কলিংবেল বাজার শব্দ প্রভৃতি। আরপরেও চলছে আমাদের চেষ্টা, চলছে আমাদের ক্লাস এবং চলবে ততদিন যতদিন এটুআই বলবেন।